মিথ্যা পরিচয়ে ছেলে সেজে তিনটি বিয়ে করে কিশোরী। তিন নম্বর স্ত্রীর বিস্ফোরক অভিযোগ। এরপরই ফাঁস ভেলকিবাজি। ছেলে নয়, অভিযুক্ত বি রামাদেবী আসলে এক কিশোরী। ছেলে সেজে সে তিন মহিলাকে প্রতারণার মাধ্যমে বিয়ে করে। পুলিশে অভিযোগ করায় সামনে আসে আসল ঘটনা।
কাশী-নয়না অঞ্চলের ইতিকা লাপাডু গ্রামে বাড়ি রামাদেবীর। বয়স আনুমানিক ১৬ থেকে ১৭। ছেলে সেজে তামিলনাড়ুতে এক সুতো কারখানায় কাজ করত। পুলিশ সূত্রে জানা গেছে, সব সময় ছেলেদের মতো পোশাক পরতো রামাদেবী।
তামিলনাড়ুর পুলিভেন্ডুলা মিলে কাজের সূত্রে রম্ভা (নাম পরিবর্তিত) নামে একটি মেয়ের সঙ্গে পরিচয় হয়। অন্ধ্রপ্রদেশের পেদ্দামুদিয়াম অঞ্চলের ভীমাগুন্ডাম গ্রামে বাড়ি রম্ভার। নানা কথায় ভুলিয়ে বিয়ের জন্য রম্ভাকে রাজি করায় সে। দু’মাস আগে বিয়ে করে তারা। সম্প্রতি স্মামীর বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশের কাডাপা জেলার জাম্মালামাডুগু থানায় অভিযোগ দায়ের করে রম্ভা। এরপরই আসল ঘটনা সামনে আসে।
পুলিশ জানায়, ছেলে সেজে থাকলেও রামাদেবী আসলে মেয়ে। এর আগেও দু’জন মেয়ের সঙ্গে একই কাণ্ড করেছিল সে। পুলিশ সূত্রে জানা গেছে, দু’টি মেয়েই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন। তাই অভিযোগ জানাতে পারেননি। কিন্তু এ অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। গ্রেপ্তারের খোঁজে তল্লাশি চলছে রামাদেবীর।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান