কক্সবাজারের মহেশখালীতে আকাশে দুই বিমানের সংঘর্ষের পর বিধ্বস্ত হয়েছে। বুধবার সন্ধ্যায় মহেশখালী উপজেলার পুটিবিলা এলাকায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় একজন পাইলটের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন কক্সবাজার এএসপি আফরুজুল হক।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী বলেন, মহেশখালীতে বুধবার সন্ধ্যায় আকাশে সংঘর্ষের পর বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সন্ধ্যার দিকে ঘণ্টাখানেক ধরে রাডার থেকে বিচ্ছিন্ন ছিল বিমান দুটি। এর একটির মডেল ইয়াক-৮। দুটি বিমানে দুজন করে চারজন ছিলেন।
বিমানবাহিনীর বরাত দিয়ে কক্সবাজারের এএসপি (ডিএসবি) শহীদুল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে বিধ্বস্ত হওয়ার পর বিমান দুটি দুই জায়গায় পড়েছে। একটি মহেশখালীর পালপাড়ায় এবং অন্যটি কম্পনিয়া পাহাড়ি এলাকায় পড়েছে। বিধ্বস্ত হওয়ার পর একটি বিমানে আগুন ধরে যায়। কক্সবাজার ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমান দুটি মাটিতে পড়ার আগে কয়েক ভাগে ভেঙে পড়ে। মাটিতে পড়া অংশগুলোতে আগুন জ্বলতে দেখা গেছে।