আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ। তিনি বলেছেন, তবে নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী করা সম্ভব নয়।
বুধবার বিকেলে চট্টগ্রামের হোটেল র্যাডিসনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন। জাতীয় পার্টির সঙ্গে জোট নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের বিষয়ে এরশাদ বলেন, মির্জা ফখরুল ইসলাম কী বলেছেন সে সম্পর্কে আমার ধারণা নেই। তবে আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।
তিনি বলেন, আপাতত আওয়ামী লীগের সঙ্গে জোটে আছি। আগামীতে কী হবে, কীভাবে নির্বাচন হবে সে বিষয়ে ভবিষ্যদ্বাণী করা সম্ভব নয়।
জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টি নির্বাচনে ফ্যাক্টর বলেই সবাই আমাদের চাচ্ছে। কিন্তু আমরা কোথায় যাব এবং কীভাবে নির্বাচন করবো সেটা নির্ভর করবে আমাদের নেতাকর্মীদের ওপর। আমরা সিদ্ধান্ত নেব কীভাবে নির্বাচন করব।
এসময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির প্রেডিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, জাতীয় পার্টির নেতা মোরশেদ মুরাদ ইব্রাহিম ও মেহজাবিন মোর্শেদ প্রমুখ। নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করতে আজ বুধবার এরশাদ চট্টগ্রাম আসেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান