পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের Logo ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo সুন্দরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে থানার ওসির মতবিনিময়

চক্ষু দান করতে ১০ লাখ মানুষের স্বাক্ষর

বাংলার প্রায় ১০ লাখ মানুষ সই করে রেখেছেন মরণোত্তর দেহদান ও চক্ষুদানের অঙ্গীকারপত্রে, যা ভারতের পশ্চিমবঙ্গের জনসংখ্যার প্রায় এক শতাংশ। শুনে অনেকেই অবাক হতে পারেন, কিন্তু ঘটনা সত্যি। প্রায় নিয়মিত কেউ না কেউ এসে সই করে যাচ্ছেন মৃত্যুর পর চিকিৎসাশাস্ত্রের প্রয়োজনে নিজের শরীরকে উৎসর্গ করার চুক্তিপত্রে।

উল্লেখযোগ্য বিষয় হল, ওই অঙ্গীকারপত্রে শুধু মরণোত্তর দেহদানই নয়, মস্তিষ্কের মৃত্যু তথা ‘ব্রেন ডেথ’-এরপর অঙ্গদানের অঙ্গীকারের কথাও বলা হয়েছে। মঙ্গলবার দুপুরে ডি এল খান রোডে নিজেদের অফিসে বসে এসব কথা জানালেন রাজ্যের মরণোত্তর দেহদান ও অঙ্গদান আন্দোলনের প্রাণপুরুষ ও ‘গণদর্পণ’-এর সম্পাদক ব্রজ রায়।

তিনি বলেন, ১৯৮৬ সালে অরুণপ্রকাশ চট্টোপাধ্যায়, দেবব্রত মুখোপাধ্যায়, গোপীনাথ দাসহ আমরা ৩৪ জন প্রথম মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে সই করি। সে বছর সবশুদ্ধ ৩৫জন সই করেছিলেন। শুধু ২০১৭ সালেই কয়েক হাজার মানুষ সই করেছেন অঙ্গীকারপত্রে।

গত ১০ বছরের যদি হিসাব নেয়া যায়, বাংলার মানুষের মধ্যে দেহদানের অঙ্গীকারপত্রে সই করা বেড়েছে কমপক্ষে ১০ গুণ। ব্রজবাবু জানান, আমাদের অঙ্গদান সচেতনতার প্রচার দেখে বাংলার পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের মানুষজনও এগিয়ে আসছেন দেহদানে।

কিন্তু সংখ্যাটি যতটাই উৎসাহব্যঞ্জক হোক না কেন, বাস্তব চিত্রটা একটু হলেও হতাশাজনক। আন্দোলন শুরুর পর থেকে এখনও পর্যন্ত মাত্র ১৭৩৪ জন মরণোত্তর দেহদান করেছেন। সংখ্যাটি তো আরও বেশি হওয়া উচিত ছিল।

বরাবরের আশাবাদী অশীতিপর ব্রজবাবুর কথায়, যতজন অঙ্গীকারপত্রে সই করছেন, মৃত্যুর পর অন্তত ১৫ থেকে ২০ শতাংশ ক্ষেত্রে তাদের প্রিয়জন দেহদান করা থেকে পিছিয়ে এসেছেন। কাদের কথা বলব, লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। এর মধ্যে খ্যাতনামা সাহিত্যিক থেকে শুরু করে যশস্বী কবির পরিবারও আছে।

তাছাড়া ১০ লাখ মানুষের মধ্যে সবাই তো মারা যাননি। অনেকেই আমার মতো জীবিত- বলেই প্রাণখোলা হাসিতে ফেটে পড়লেন ব্রজবাবু। তার কথায়, আসল কথা, অঙ্গীকার করা মানুষজনের প্রিয়জনকে আরও এগিয়ে আসতে হবে। অঙ্গদানে ইচ্ছুক পরিবারের সরকারি হয়রানি কমাতে হবে।

অধিকাংশ মেডিকেল কলেজে ডোমের সংখ্যা কমে গেছে। সেটা দেখতে হবে। এতকিছুর পরও বলি, পরিসংখ্যান যথেষ্ট উৎসাহব্যঞ্জক। দেহদান করতে এগিয়ে আসা মানুষের সংখ্যা বাড়ছে।

এ বিষয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা (শিক্ষা) তথা অঙ্গ প্রতিস্থাপন-সংক্রান্ত ছাড়পত্র কমিটির চেয়ারম্যান ডা. দেবাশিস ভট্টাচার্য বলেন, এর চেয়ে সুখবর আর কী হতে পারে! দানের দেহ সময়ে গ্রহণের জন্য মেডিক্যাল কলেজগুলির অ্যানাটমি বিভাগের ২৪ ঘণ্টা সাতদিন তৎপর থাকা, পরিকাঠামো আর উন্নত করা ইত্যাদি বিষয়ে আমরা শীঘ্রই কতগুলো জরুরি সিদ্ধান্ত নেব।

রাজ্যের অঙ্গ প্রতিস্থাপন-সংক্রান্ত কমিটির সিনিয়র নোডাল অফিসার ডা. অদিতিকিশোর সরকারও ব্রজবাবুর সুরে বলেন, আসল কথা হল বাড়ির লোকজন। মৃতদেহ কী আর কথা বলবে! জীবিতাবস্থার ইচ্ছাকে সম্মান জানানোর দায়িত্ব বাড়ির লোকজনের। বাড়ির লোকজনকে বলব, চাইলে পারবেন আপনারাই।

সূত্রের খবর, রাজনীতির মঞ্চে কোণঠাসা হয়ে পড়লেও দেহদানের অঙ্গীকারে এখনও তৃণমূলের শীর্ষ নেতা-নেত্রীদের থেকে অনেকটাই এগিয়ে বামপন্থীরা। তিন শীর্ষ বাম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু, সূর্যকান্ত মিশ্র এই অঙ্গীকারপত্রে সই করেছেন। সেদিকে রাজ্য মন্ত্রিসভার প্রথম সারির মুখগুলোর মধ্যে দেহদানের অঙ্গীকারপত্রে সই করার ক্ষেত্রে ব্রজবাবুর স্মরণ করতে পারলেন ফিরহাদ হাকিমের নাম।

Tag :
জনপ্রিয় সংবাদ

মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার

চক্ষু দান করতে ১০ লাখ মানুষের স্বাক্ষর

আপডেট টাইম : ০৫:২৬:০১ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭

বাংলার প্রায় ১০ লাখ মানুষ সই করে রেখেছেন মরণোত্তর দেহদান ও চক্ষুদানের অঙ্গীকারপত্রে, যা ভারতের পশ্চিমবঙ্গের জনসংখ্যার প্রায় এক শতাংশ। শুনে অনেকেই অবাক হতে পারেন, কিন্তু ঘটনা সত্যি। প্রায় নিয়মিত কেউ না কেউ এসে সই করে যাচ্ছেন মৃত্যুর পর চিকিৎসাশাস্ত্রের প্রয়োজনে নিজের শরীরকে উৎসর্গ করার চুক্তিপত্রে।

উল্লেখযোগ্য বিষয় হল, ওই অঙ্গীকারপত্রে শুধু মরণোত্তর দেহদানই নয়, মস্তিষ্কের মৃত্যু তথা ‘ব্রেন ডেথ’-এরপর অঙ্গদানের অঙ্গীকারের কথাও বলা হয়েছে। মঙ্গলবার দুপুরে ডি এল খান রোডে নিজেদের অফিসে বসে এসব কথা জানালেন রাজ্যের মরণোত্তর দেহদান ও অঙ্গদান আন্দোলনের প্রাণপুরুষ ও ‘গণদর্পণ’-এর সম্পাদক ব্রজ রায়।

তিনি বলেন, ১৯৮৬ সালে অরুণপ্রকাশ চট্টোপাধ্যায়, দেবব্রত মুখোপাধ্যায়, গোপীনাথ দাসহ আমরা ৩৪ জন প্রথম মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে সই করি। সে বছর সবশুদ্ধ ৩৫জন সই করেছিলেন। শুধু ২০১৭ সালেই কয়েক হাজার মানুষ সই করেছেন অঙ্গীকারপত্রে।

গত ১০ বছরের যদি হিসাব নেয়া যায়, বাংলার মানুষের মধ্যে দেহদানের অঙ্গীকারপত্রে সই করা বেড়েছে কমপক্ষে ১০ গুণ। ব্রজবাবু জানান, আমাদের অঙ্গদান সচেতনতার প্রচার দেখে বাংলার পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের মানুষজনও এগিয়ে আসছেন দেহদানে।

কিন্তু সংখ্যাটি যতটাই উৎসাহব্যঞ্জক হোক না কেন, বাস্তব চিত্রটা একটু হলেও হতাশাজনক। আন্দোলন শুরুর পর থেকে এখনও পর্যন্ত মাত্র ১৭৩৪ জন মরণোত্তর দেহদান করেছেন। সংখ্যাটি তো আরও বেশি হওয়া উচিত ছিল।

বরাবরের আশাবাদী অশীতিপর ব্রজবাবুর কথায়, যতজন অঙ্গীকারপত্রে সই করছেন, মৃত্যুর পর অন্তত ১৫ থেকে ২০ শতাংশ ক্ষেত্রে তাদের প্রিয়জন দেহদান করা থেকে পিছিয়ে এসেছেন। কাদের কথা বলব, লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। এর মধ্যে খ্যাতনামা সাহিত্যিক থেকে শুরু করে যশস্বী কবির পরিবারও আছে।

তাছাড়া ১০ লাখ মানুষের মধ্যে সবাই তো মারা যাননি। অনেকেই আমার মতো জীবিত- বলেই প্রাণখোলা হাসিতে ফেটে পড়লেন ব্রজবাবু। তার কথায়, আসল কথা, অঙ্গীকার করা মানুষজনের প্রিয়জনকে আরও এগিয়ে আসতে হবে। অঙ্গদানে ইচ্ছুক পরিবারের সরকারি হয়রানি কমাতে হবে।

অধিকাংশ মেডিকেল কলেজে ডোমের সংখ্যা কমে গেছে। সেটা দেখতে হবে। এতকিছুর পরও বলি, পরিসংখ্যান যথেষ্ট উৎসাহব্যঞ্জক। দেহদান করতে এগিয়ে আসা মানুষের সংখ্যা বাড়ছে।

এ বিষয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা (শিক্ষা) তথা অঙ্গ প্রতিস্থাপন-সংক্রান্ত ছাড়পত্র কমিটির চেয়ারম্যান ডা. দেবাশিস ভট্টাচার্য বলেন, এর চেয়ে সুখবর আর কী হতে পারে! দানের দেহ সময়ে গ্রহণের জন্য মেডিক্যাল কলেজগুলির অ্যানাটমি বিভাগের ২৪ ঘণ্টা সাতদিন তৎপর থাকা, পরিকাঠামো আর উন্নত করা ইত্যাদি বিষয়ে আমরা শীঘ্রই কতগুলো জরুরি সিদ্ধান্ত নেব।

রাজ্যের অঙ্গ প্রতিস্থাপন-সংক্রান্ত কমিটির সিনিয়র নোডাল অফিসার ডা. অদিতিকিশোর সরকারও ব্রজবাবুর সুরে বলেন, আসল কথা হল বাড়ির লোকজন। মৃতদেহ কী আর কথা বলবে! জীবিতাবস্থার ইচ্ছাকে সম্মান জানানোর দায়িত্ব বাড়ির লোকজনের। বাড়ির লোকজনকে বলব, চাইলে পারবেন আপনারাই।

সূত্রের খবর, রাজনীতির মঞ্চে কোণঠাসা হয়ে পড়লেও দেহদানের অঙ্গীকারে এখনও তৃণমূলের শীর্ষ নেতা-নেত্রীদের থেকে অনেকটাই এগিয়ে বামপন্থীরা। তিন শীর্ষ বাম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু, সূর্যকান্ত মিশ্র এই অঙ্গীকারপত্রে সই করেছেন। সেদিকে রাজ্য মন্ত্রিসভার প্রথম সারির মুখগুলোর মধ্যে দেহদানের অঙ্গীকারপত্রে সই করার ক্ষেত্রে ব্রজবাবুর স্মরণ করতে পারলেন ফিরহাদ হাকিমের নাম।