ডেস্ক : মাদারীপুরের রাজৈরে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মিল্টন বৈদ্যসহ দুই নেতাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১০টার দিকে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে। রাতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিৎিসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে পারিবারিক কাজে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়ানগর গ্রাম থেকে উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদককে নিয়ে ফিরেছিলেন কেন্দ্রীয় নেতা মিল্টন বৈদ্য। এসময় ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা হামলা চালিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে আহতদের চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
আহত মিল্টন বৈদ্য বলেন, ‘আমি গত উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী হিসেবে অংশগ্রহন করেছিলাম। আগামী সংসদ নির্বাচনে আমি মাদারীপুর-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশি। আমাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা চালিয়েছে। আমি প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার।’
এব্যপারে রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদ বলেন, ‘এঘটনায় এখনও মামলা হয়নি। মামলা হলে পুলিশ আসামিদের গ্রেফতারসহ আইনগত ব্যবস্থা নিবে।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান