ব্রাহ্মণরাড়িয়া জেলা প্রতিনিধি : গত রাত সাড়ে তিন ঘটিকার সময় জেলার নাসিরনগর উপজেলা সরাইল,নাসিরনগর, হবিগঞ্জ মহাসড়কের দাঁতমন্ডল নামক স্থানে ঢাকা হতে হবিগঞ্জগামী ৪টি বাস গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এর মাঝে লাকী এক্সপ্রেসের গাড়ী নং-১৪/৯৫২৩, ১৪/৪৩২৯,
১৪/৫৫৪৮ নাম্বারে তিনটি বাস গাড়ী ও আইমন নামক কোম্পানীর একটি বাস গাড়ী রয়েছে।
ডাকাতরা ভোর রাতে রাস্তার উপর গাছ ফেলে পথরোধ করে।গাড়ীর ড্রাইভার,হেলপার,সুপারভাইজার ও যাত্রী সাধারণকে মারপিট করে নগদ টাকা, মোবাইল সেট ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে নিয়ে
যায়।পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ আসা মাত্রই মুখোশধারী ডাকাত দল পালিয়ে যেতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ডাকাতের পিটুনীতে লাকী বাসের সুপারভাইজার আব্দুল্লাহ, ড্রাইভার ফরিদ,সুপারভাইজার রাসেল সহ আরো কয়েক জন যাত্রী মারাত্বক আহত হয়েছে। লাকী এক্সপ্রেসের মালিক মোঃ মনসুর আহমেদ এ প্রতিনিধিকে জানান এ রোডে এক টানা তিনদিন যাবৎ শুধু লাকী এক্সপ্রেসের বাস ডাকাতের কবলে পড়ছে এ বিষয়ে সরাইল-আশুগঞ্জ সার্কেল মনিরুজ্জামান ফকিরের সাথে মোবাইল ফোনে জানতে চাওয়া হলে তিনি বলেন বিষয়টি আমার জানা নেই,তবে আমি খোঁজ নিয়ে দেখছি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান