সোমবার অনশন কর্মসূচির তৃতীয়দিনে এ খবর পাওয়া গেছে। অনশনরত শিক্ষকদের অসুস্থ হওয়ার সংখ্যা বেড়েই চলছে বলে জানান শিক্ষক নেতারা।
আন্দোলনকারী বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের নেতা মোহাম্মদ সামছুদ্দীন সাংবাদিকদের জানান, আজ সোমবার পর্যন্ত প্রায় ৪০ জন শিক্ষক অসুস্থ হয়েছেন। এর মধ্যে ১৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
মোহাম্মদ সামছুদ্দীন জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি আনিসুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়ার পর দাবি মেনে না নিলে বিদ্যালয় অচল করে দেয়া হবে। তিনদিন ধরে আমরা ন্যায্য দাবিতে অনশন করছি, অসুস্থ হয়ে পড়ছি; কিন্তু কেউ এ বিষয়ে ভ্রুক্ষেপ করছেন না।
তিনি বলেন, আজ সন্ধ্যার মধ্যে যদি আমাদের দাবি মেনে না নেয়া হয়, তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা আবারও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেব, যদি তিনি আমাদের ন্যায্য দাবি মেনে না নেন, তাহলে আমরা বিদ্যালয় অচল করে দেব। কেউ যদি এ দাবিকে অযৌক্তিক মনে করেন, তবে আমরা অনশন কর্মসূচি বাতিল করব।
গতকাল রোববার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের সঙ্গে শিক্ষকদের প্রতিনিধির বৈঠক করার কথা থাকলেও বৈঠক হয়নি। তবে আজ সোমবার বৈঠক হচ্ছে।
গত শনিবার সকাল থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের ডাকে আমরণ অনশন শুরু হয়। এতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০টি সংগঠন অংশ নিয়েছে।
সংগঠনের নেতারা স্লোগানের সুরে জানান, দাবি মোদের একটাই- প্রধান শিক্ষকদের পরে ধাপে বেতন চাই। এ দাবি পূরণ না হলে তারা ঘরে ফিরে যাবেন না।
শিক্ষকদের এ আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসে সংহতি জানাচ্ছেন। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা রুহিন হোসেন প্রিন্সসহ বিভিন্ন নেতারা তাদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছেন।
প্রসঙ্গত, বর্তমানে প্রধান শিক্ষকদের চেয়ে তিন ধাপ নিচের স্কেলে বেতন পান প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকরা। বর্তমানে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকরা ১১ তম গ্রেডে বেতন পান, যার মূল বেতন শুরু ১২,৫০০ টাকায়। আর প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকরা বেতন পান ১৪তম গ্রেডে, যার মূল বেতন শুরু ১০,২০০ টাকায়।