রোববার দুপুরে অসুস্থ হওয়া ওই শিশুদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয় বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মুখলেছুর রহমান জানান।
এরা হলো উপজেলার ভঙ্গুরহাটি গ্রামের মাসুক মিয়ার মেয়ে মায়িশা আক্তার (১৩ মাস), সুমন মিয়ার মেয়ে তানিশা আক্তার (১৪ মাস) ও তানজিনা আক্তার (৩)।
শনিবার সারা দেশের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইনের আওয়তায় হবিগঞ্জেও শিশুদের এ ক্যাপসুল খাওয়ানো হয়।
শিশুদের স্বজনরা জানান, ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কিছুক্ষণ পর থেকে তারা বমি করতে থাকে। রাতের দিকে তারা আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। রোববার দুপুরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসক মুখলেছুর বলেন, “রোগীর স্বজনরা বলছেন ভিটামিন এ ক্যাপসুল খেয়ে তারা অসুস্থ হয়েছে। ধারণা করা হচ্ছে শিশুদের অতিরিক্ত ওষুধ খাওয়ানো হয়েছে; যার ফলে তারা অসুস্থ হয়ে পড়ে।”
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান