তুরস্কের প্রধানমন্ত্রী রজব তাইয়্যেব এরদোগান ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা অব্যাহত রাখলে ইসরাইলকে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে নেবে তুরস্ক। তিনি বলেছেন, “যদি ইসরাইল তার এ অপরাধযজ্ঞ অব্যাহত রাখে তাহলে নিশ্চিতভাবে আন্তর্জাতিক আদালতে তার বিচার করা হবে।” শুক্রবার বক্তৃতায় এরদোগান আরো বলেন, “যদি আমরা দেখি যে, গণহত্যা চলছে তাহলে ইসরাইলের বিচারের জন্য তুরস্ক সংগ্রাম করবে।” এর আগে, মার্কিন ক্যাবল নিউজ নেটওয়ার্ক বা সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে তুর্কি প্রধানমন্ত্রী বলেছেন, ইসরাইল যুদ্ধ বন্ধ করতে চায় না; তারা সেখানে হত্যা করছে, রক্তপাত ঘটাচ্ছে। তিনি বলেন, এটা বলার অপেক্ষা রাখে না যে, পশ্চিমারা ইসরাইলকে রক্ষা করে চলেছে এবং পুরো বিশ্ব এ বিষয়ে নীরব। এ অবস্থায় আমরা নীরব থাকতে পারি না, আমরা নীরব থাকবও না:আন্তর্জাতিক ডেস্ক।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান