বাংলার খবর২৪.কম : রংপুরে জাপা এরশাদ গ্রুপের মিছিল ও সমাবেশে ১০ টি হাতবোমা বিস্ফোরিত হয়েছে। এতে ২৫ জন আহত হয়েছে। এসময় উত্তেজিত নেতা-কর্মীরা দোকান ও ব্যাটারি চালিত অটো রিকসা ভাংচুর করে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর ১২ টার দিকে নগরীর শাপলা চত্বর এলাকায়। অপর দিকে রওশন এরশাদের আশীর্বাদপুষ্ট রাঙ্গা গ্রুপের লোকজন পায়রা চত্বরে পুলিশ বেষ্টনিতে বিক্ষোভ সমাবেশ করেছে।
জাতীয় পার্টি এরশাদপন্থী মোস্তফা, আসিফ এবং রওশনপন্থী রাঙ্গা গ্রুপের শনিবার সকাল ১১ টায় পাবলিক লাইব্রেরী মাঠে সমাবেশের ডাক দেয়। গ্রুপের একইস্থানে সমাবেশ আহবান করায় দুই পক্ষের মধ্যে দেখা দেয় উত্তেজনা। সংঘর্ষ এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা প্রশাসন শুক্রবার রাতে পাবলিক লাইব্রেরী মাঠ এবং এর আশে-পাশে এলাকায় শনিবার ভোর ৬ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে।
এরশাদ গ্রুপের নব গঠিত মহানগর কমিটির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, এরশাদের ভাতিজা নতুন জেলা কমিটির সদস্য সচিব আসিফ শাহরিয়ার সেনপাড়া এরশাদের বাড়ি লাঙ্গল ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাপলা চত্বরে যায়। মিছিলটি শাপলা চত্বরে যাওয়া মাত্রা কে বা কারা মিছিলে পর পর ১০ টি হাতবোমা নিক্ষেপ করে বলে দাবি করেছেন এরশাদ গ্রুপের মোস্তফা। এতে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলটি। এসময় উত্তেজিত কর্মীরা লাঠিসোটা নিয়ে ১০টি দোকান এবং ১৫টি ব্যাটারি চালিত অটো রিকসা ভাংচুর করে। বিস্ফোরণে জাপা কর্মী ফরহাদ, হীরা, নজরুল, আনিছ, আমিনুল, হোসেন, কবির, খালেক, রুস্তমসহ ২৫ জন আহত হয়। পরে সেখানেই এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় পার্টি মহানগর কমিটির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াছির, জেলা কমিটির আহবায়ক মোফাজ্জল হোসেন মাষ্টার, সদস্য সচিব এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ প্রমুখ। বক্তারা তাদের মিছিলে বোমা বিস্ফোরণের জন্য রাঙ্গার সন্ত্রাসী বাহিনীকে দায়ি করেন। তারা দাবি করেন হাতবোমা বিস্ফোরণে তাদের অন্তত ২৫ কর্মী আহত হয়েছে। এরশাদ গ্র“পের মিছিলে বোমা হামলার জন্য রওশন এরশাদের আর্শিবাদপুষ্ট রাঙ্গা গ্র“পকে দায়ি করলেও রাঙ্গা গ্র“প তা অস্বীকার করে। অপরদিকে, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা গ্র“পের লোকজন দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীতে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে তারা পায়রা চত্বরে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন আগের কমিটির জেলা জাপার যুগ্ম সম্পাদক সামসুল আলম, জেলা সহ-সভাপতি আব্দুল লতিফ খান, জেলা যুবসংহতির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারন সম্পাদক হাসানুজ্জামান নাজিম প্রমূখ। তারা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাকে জাতীয় পার্টির স্বপদে পুনর্বহালের দাবি জানান। তা না হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে রংপুর অচল করে দেওয়ারও হুমকি দেন। তারা বোমা হামলার কথা অস্বীকার করেন।
এব্যাপারে কোতয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, মোস্তফা গ্র“পের মিছিলে কে বা কারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তিনি জানান, বর্তমানে নগরীর পরিস্থিতি শান্ত রয়েছে। মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান