ডেস্ক : পুলিশ সদস্যকে মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে দায়ের করা মামলায় বগুড়া পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহীম হোসেনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
শনিবার বিকালে বগুড়া শহরের সেউজগাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
ঢাকা হেড কোয়ার্টারে গোপনীয় শাখায় কর্মরত পুলিশ কন্সটেবল শিলু মিয়া গত ১৭ নভেম্বর বাদি হয়ে বগুড়া সদর থানায় ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহীমসহ ৩জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশ অভিযান চালিয়ে ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহীম হোসেনকে গ্রেফতার করে। এর আগে এই মামলা আরো ৩জনকে গ্রেফতার করে পুলিশ।
বগুড়া সদর থানা পুলিশ জানায়, বগুড়া শহরের জলেশ্বরীতলার বাসিন্দা শিলু মিয়া পুলিশ হেড কোয়ার্টার গোপনীয় শাখায় কর্মরত ছিলেন। গত ১১ নভেম্বর ঢাকা যাওয়ার জন্য তিনি বগুড়া রেলওয়ে স্টেশনে যান। সেখানে ট্রেন বিলম্বে পৌঁছাবে এমন সংবাদ পেলে শিলু তার এক বন্ধুর সাথে বগুড়া শহরের সেউজগাড়ীর পালপাড়ার একটি বাসায় যায়। এসময় বগুড়া পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহীম হোসেনসহ কয়েকজন যুবক ওই বাসায় গিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগ করেন। এসময় শিলু নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিয়ে প্রতিবাদ জানালে তাকে মারপিট করে তার কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এই ঘটনায় শিলু মিয়া বাদী হয়ে বগুড়া সদর থানায় এ মামলাটি দায়ের করেন।
মামলা দায়েরের পর পুলিশ বগুড়া শহরের পালপাড়া এলাকার মোঃ বাঁধন (১৯), রেলওয়ে কলোনী এলাকার মোমিনুল ইসলাম বারি (৩৫) ও মোহাম্মদ জনি (৩৫) কে আটক করে। একই মামলায় পুলিশ শনিবার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহীমকে গ্রেফতার করলো বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তি জানান, শনিবার বিকালে ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহীমকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ সদস্যকে মারপিট করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।