ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, বর্তমান সমাজ ব্যবস্থার অসারতা ও ইসলামবিদ্বেষীর কারণে সাধারণ মানুষের ইসলামের প্রতি প্রবল আগ্রহ সৃষ্টি হয়েছে। ইসলাম প্রতিষ্ঠায় তাগুতি শক্তি সহযোগি না হয়ে পৃথকভাবে ইসলাম পন্থিদেরকে এগিয়ে যেতে হবে। ইসলাম প্রতিষ্ঠায় তাগুতি শক্তিগুলো বড় বাধা। তাই পেশী শক্তি ও কালো টাকার মালিকরা আজ রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে সে রাজনীতি থেকে ইসলাম পন্থিদের ফিরে আসতে হবে। সমাজের রন্দ্রে রন্দ্রে দূর্নীতি ঢুকে গেছে এ অবস্থার পরিবর্তনের জন্য সৎ, যোগ্য, দক্ষ ও আল্লাহভীরু নেতৃত্বকে নির্বাচিত করতে হবে। তিনি বলেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে না দিলে সরকারের কোন অর্জনই কাজে লাগবে না। তাই যেকোন মূল্যে দেশে একটি রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ তৈরীর দায়িত্ব সরকারের। আর তা পরবর্তী প্রজন্মের জন্য অত্যন্ত জরুরি। সুযোগ পেলেই সাধারণ মানুষ ইসলামকে বিজয়ী করবে। ইসলামই মানবতার একমাত্র মুক্তির গ্যারান্টি। ইসলাম ছাড়া মানবতার মুক্তি আসতে পারে না।
গতকাল কুড়িগ্রামের ঐতিহাসিক ধরলা ব্রীজ সংলগ্ন ময়দানে ৩ দিনব্যাপ চরমোনাইর নমুনায় অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলন ও হালকায়ে জিকিরের দ্বিতীয় দিনের প্রধান অতিথির আলোচনায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মুজাহিদ কমিটি রংপুর বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। বক্তব্য রাখেন বরেণ্য উলামা-মাশায়েখ, মসজিদের ইমাম ও খতীবগণ।
পীর সাহেব চরমোনাই বলেন, মিয়ানমারের সন্ত্রাসী জঙ্গি বৌদ্ধ ও সামরিক জান্তার নির্মমতা ও বর্বরতা অব্যাহত রয়েছে। সামিরক জান্তারা মাইকিং করে রোহিঙ্গা মুসলমানদের দেশ ছাড়তে বাধ্য করছে। মুসলিম বিশ্বকে এ ঘটনা খাটো করে দেখার সুযোগ নেই। মুসলমানদের অস্তিত্বের জন্যই এসকল চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। তিনি বলেন, মুসলমানদের প্রথম কেবলা জেরুজালেমকে ইসলাইলের রাজধানী ঘোষণা দিয়ে লম্পট ট্রাম্প মুসলমানদের হৃদয়ে প্রতিবাদে আগুন জ্বালিয়ে দিয়েছে। ট্রাম্পের এ ঘোষণা প্রতিহত করতে না পারলে পবিত্র মুসলমানদের ঐতিহ্য থাকবে না। তিনি জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণায় বিশ্বমুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে।