বাংলার খবর২৪.কম : রাজশাহী শহরে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুই পুলিশ কনস্টেবলসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় আটক করা হয়েছে পাঁচ শিবিরকর্মীকে।
বোয়ালিয়া মডেল থানার ওসি আব্দুস সোবহান জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর রাজারহাতা লোকনাথ স্কুলের সামনে এ সংঘর্ষ হয়।
এ ঘটনায় আহত দুই কনস্টেবলের নাম তাৎক্ষণিকভাবে জানাতে না পারলেও তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
ওসি বলেন, আটক পাঁচজন শিবিরকর্মী বলে নিশ্চিত হয়েছে পুলিশ।
তিনি জানান, সকালে মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে নগরীর সোনাদিঘী মনিচত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
মিছিল নিয়ে তারা রাজারহাতা লোকনাথ স্কুলের সামনে এসে সমাবেশ করে। এ সময় সেখানে পুলিশের একটি দল উপস্থিত হলে জামায়াত শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাস ও ফাঁকা শর্টগানের গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশ কর্মকর্তা সোবহান জানান, সংঘর্ষে ইটের আঘাতে দুই কনস্টেবল আহত হন। এরপর ঘটনাস্থল থেকে পাঁচ শিবির কর্মীকে আটক করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান