অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ব্যারিস্টার হাসান রাজিব এর পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দহগ্রাম যুবদল নেতা রাজ্জাক হোসেন রাজু Logo গত ২০ বছরে ঈদযাত্রা এত স্বস্তির হয়নি : সড়ক উপদেষ্টা Logo মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে বিআরটিএ চেয়ারম্যান Logo ঈদযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে সায়দাবাদে বিআরটিএ’র মোবাইল কোর্ট অভিযান Logo এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে – মোঃ এহছানুল হক Logo লালমনিরহাটে কোচিং সেন্টারের নামে একাধিক মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে প্রতারণা করা সেই কোচিং শিক্ষক গ্রেফতার Logo তাড়াশে সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজার মৃত্যু Logo মুক্তিযুদ্ধের স্মৃতিমঞ্চে স্থাপিত ম্যুরাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো Logo দাদন ব্যবসায়ীর ভয়ে ঘর ছাড়া চা বিক্রেতা সুদ আসলে পরিশোধ করেও আসামী Logo লালমনিরহাট শাখা ফুলকুঁড়ি সদস্য, চৌকস ভাইয়াদের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর ইফতার অনুষ্ঠান

মায়ের কোলের শিশুরাও আজ নিরাপদ নয়!

(মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান) : না, আজ শিশুরাও নিরাপদ নয়।রাজধানীর গেন্ডারিয়া থানাধীন দয়াগঞ্জ এলাকায় ছিনতাইকারীর কবলে পড়লে আরাফাত (৫ মাস) নামে এক শিশু রাস্তায় পড়ে মারা গেছে। নিহতের বাড়ি শরীয়তপুর জেলার নরসিংদীতে। তার বাবার নাম শাহ আলম।

জানা গেছে, ১৮ ডিসেম্বর ভোরে আরাফাত তার মায়ের কালো রিকশায় যাচ্ছিল। দয়াগঞ্জ এলাকায় ছিনতাইকারী দল তার মাকে হেঁচকা টান দেয়। এ সময় শিশুটি রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা সকাল ৭টায় শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান জানান, ভোরে রাস্তা ফাঁকা থাকায় রিকশা চলছিল দ্রুতবেগে। আচমকা ২-৩ জন ছিনতাইকারী হেঁচকা টান দিয়ে মায়ের হাতে থাকা ভ্যানিটি ব্যাগ নিতে যায়। তখনই চলন্ত রিকশায় মায়ের কোল থেকে পড়ে যায় আরাফাত। আহত অবস্থায় শিশুটিকে ঢামেকে নিয়ে এলেও চিকিৎসকরা তার মৃত্যু হয়েছে বলে জানান।

নিহতের মা আকলিমা সাংবাদিকদের বলেন, ‘ভোরে আমি সন্তান আরাফাতকে নিয়ে রিকশায় শনির আখড়া বোন মাকসুদার বাসায় যাচ্ছিলাম। রিকশাটি দয়াগঞ্জে পৌঁছালে ২-৩ জন ছিনতাইকারী হঠাৎ ভ্যানিটি বেগে টান দেয়। এ সময় ছিনতাইকারীদের হেঁচকা টানে কোল থেকে আমার আরাফাত পড়ে যায়। তারা আমার ব্যাগ কেড়ে নিয়েছে। আমার কলিজার টুকরাকেও কেড়ে নিয়েছে।’

কী সুন্দর নাম- আরাফাত। ফটফুটে শিশু। অনিন্দ সুন্দর চেয়ারা ও শরীর। ঘাতক ছিনতাইকারীর কারণে কিছু বুঝে ওঠার আগেই পৃথিবী থেকে দুঃখজনকভাবে বিদায় নিতে হয় আরাফাতকে। এই হলো আমাদের বর্তমান বাস্তবতা এবং আমাদের সমাজ ব্যবস্থা। আজ দেখি মায়ের কোলের শিশুও নিরাপদ নয়। এটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে অপ্রতিরোধ্য ছিনতাইকারী। যার নির্মম বলি শিশু আরাফাত। বাবা আরাফাত, তুমি আমাদের ক্ষমা করো।

এর আগে মায়ের পেটের সম্তান গুলিবিদ্ধ হয় মাগুরায়। ছিনতারীর দৌরাত্ম্য এবার সবচেয়ে নিরাপদ আশ্রয় মায়ের কোল থেকে পড়ে মারা যায় আরাফাত। আরও আগে রাজধানীর বাড্ডায় সন্ত্রাসীদের ছোড়া এলোপাথাড়ি গুলিতে নিহত হয় এক শিশু। যে শিশুর মৃত্যুর পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর একটি মন্তব্য দেশব্যাপী আলোড়ন তোলে। আজকে আরাফাতের অনাকাঙ্ক্ষিত মৃত্যু জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে।

আরাফাতের বাবা-মায়ের ছিনতাইকারীর কবলে পড়া আর তার করুণ মৃত্যু ছিনতাইকারীদের দৌরাত্ম্যের দিকটি সামনে চলে আসে। রাজধানীতে ছিনতাইয়ের ঘটনা অহরই মিডিয়ায় আছে। কিন্তু পাঁচ মাসের শিশু আরাফাতের মৃত্যু ঘটায় এটি সবার দৃষ্টিতে আসে। মানুষ চায়, এই ঘটনার সঙ্গে যুক্ত ছিনতাইকারীদের আটক করে আইনের আওতায় আনা হবে। আটক করা হবে ছিনতাইকারীর গডফাদারদেরও।

বহুরূপী গুম-খুন-ছিনতাই-রাহজানি-চাঁদাবাজির ঘটনায় জনজীবনে ত্রাহি অবস্থা বিরাজ করছে। এগুলো শক্ত হাতে দমন না করে দায়িত্বশীল মহল থেকে বরং এর পক্ষে যুক্তি দেয়া হয় বিদেশের উদাহরণ টেনে। ফলে সমাজের চলমান এই খুতগুলো সহজে দূর হচ্ছে না। উল্টো আশকারা পেয়ে পেয়ে আইন অমান্য কাজে বেশি সময় দিচ্ছে দুর্বৃত্তসমরা। এতে সমাজে অপরাধ প্রবণতা মাথাছাড়া দিয়ে উঠছে।

আমরা জেগে জেগে ঘুমাই বলে সমাজে অনিয়ম ও অব্যবস্থাপনাই আজ এক রকম নিয়মে পরিণত! একটি দায়বদ্ধ সমাজ ব্যবস্থায় যা কখনো কাঙ্ক্ষিত হতে পারে না। মূলত দায়হীনতার কারণেই আমরা আরাফাতদের মতো শিশুদের অকালে হারাই। বিন্দুমাত্র লাজ-লজ্জা-শরম অবশিষ্ট থাকলে বড় বড় বুলি না আউড়ে জাতির কাছে ক্ষমতা চাওয়াই হতো অধিক যুক্তিযুক্ত।

আরাফাতের মতো করুণ পরিণতি আর যেন কোনো শিশুর না হয়, আমরা তেমন মূল্যবোধসম্পন্ন একটি সমাজ চাই। ছিনতাইমুক্ত সমাজ চাই। যে সমাজে শিশুরা যেন বরগুনার বেতাগী উপজেলার মতো অঙ্কুরেই নকলে আসক্ত না হয়। ১৪ ডিসেম্বরের মতো জাতিকে মেধাশূন্য করার সুদূরপ্রসারী কাজটি যে আজও থেমে নেই, ক্লাস ওয়ানে নকল এর অকাট্য প্রমাণ। জাতি আর এমন অরাজকতা দেখতে চায় না। তারা দেখতে চায়, সত্যিকার অর্থেই মায়ের কোলে আরাফাতরা নিরাপদ।

লেখক : সাধারণ সম্পাদক- ঢাকা সাংবাদিক ইউনিয়ন
ই-মেইল : jalam_prodhan72@yahoo.com

Tag :
জনপ্রিয় সংবাদ

ব্যারিস্টার হাসান রাজিব এর পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দহগ্রাম যুবদল নেতা রাজ্জাক হোসেন রাজু

মায়ের কোলের শিশুরাও আজ নিরাপদ নয়!

আপডেট টাইম : ০৩:১০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭

(মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান) : না, আজ শিশুরাও নিরাপদ নয়।রাজধানীর গেন্ডারিয়া থানাধীন দয়াগঞ্জ এলাকায় ছিনতাইকারীর কবলে পড়লে আরাফাত (৫ মাস) নামে এক শিশু রাস্তায় পড়ে মারা গেছে। নিহতের বাড়ি শরীয়তপুর জেলার নরসিংদীতে। তার বাবার নাম শাহ আলম।

জানা গেছে, ১৮ ডিসেম্বর ভোরে আরাফাত তার মায়ের কালো রিকশায় যাচ্ছিল। দয়াগঞ্জ এলাকায় ছিনতাইকারী দল তার মাকে হেঁচকা টান দেয়। এ সময় শিশুটি রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা সকাল ৭টায় শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান জানান, ভোরে রাস্তা ফাঁকা থাকায় রিকশা চলছিল দ্রুতবেগে। আচমকা ২-৩ জন ছিনতাইকারী হেঁচকা টান দিয়ে মায়ের হাতে থাকা ভ্যানিটি ব্যাগ নিতে যায়। তখনই চলন্ত রিকশায় মায়ের কোল থেকে পড়ে যায় আরাফাত। আহত অবস্থায় শিশুটিকে ঢামেকে নিয়ে এলেও চিকিৎসকরা তার মৃত্যু হয়েছে বলে জানান।

নিহতের মা আকলিমা সাংবাদিকদের বলেন, ‘ভোরে আমি সন্তান আরাফাতকে নিয়ে রিকশায় শনির আখড়া বোন মাকসুদার বাসায় যাচ্ছিলাম। রিকশাটি দয়াগঞ্জে পৌঁছালে ২-৩ জন ছিনতাইকারী হঠাৎ ভ্যানিটি বেগে টান দেয়। এ সময় ছিনতাইকারীদের হেঁচকা টানে কোল থেকে আমার আরাফাত পড়ে যায়। তারা আমার ব্যাগ কেড়ে নিয়েছে। আমার কলিজার টুকরাকেও কেড়ে নিয়েছে।’

কী সুন্দর নাম- আরাফাত। ফটফুটে শিশু। অনিন্দ সুন্দর চেয়ারা ও শরীর। ঘাতক ছিনতাইকারীর কারণে কিছু বুঝে ওঠার আগেই পৃথিবী থেকে দুঃখজনকভাবে বিদায় নিতে হয় আরাফাতকে। এই হলো আমাদের বর্তমান বাস্তবতা এবং আমাদের সমাজ ব্যবস্থা। আজ দেখি মায়ের কোলের শিশুও নিরাপদ নয়। এটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে অপ্রতিরোধ্য ছিনতাইকারী। যার নির্মম বলি শিশু আরাফাত। বাবা আরাফাত, তুমি আমাদের ক্ষমা করো।

এর আগে মায়ের পেটের সম্তান গুলিবিদ্ধ হয় মাগুরায়। ছিনতারীর দৌরাত্ম্য এবার সবচেয়ে নিরাপদ আশ্রয় মায়ের কোল থেকে পড়ে মারা যায় আরাফাত। আরও আগে রাজধানীর বাড্ডায় সন্ত্রাসীদের ছোড়া এলোপাথাড়ি গুলিতে নিহত হয় এক শিশু। যে শিশুর মৃত্যুর পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর একটি মন্তব্য দেশব্যাপী আলোড়ন তোলে। আজকে আরাফাতের অনাকাঙ্ক্ষিত মৃত্যু জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে।

আরাফাতের বাবা-মায়ের ছিনতাইকারীর কবলে পড়া আর তার করুণ মৃত্যু ছিনতাইকারীদের দৌরাত্ম্যের দিকটি সামনে চলে আসে। রাজধানীতে ছিনতাইয়ের ঘটনা অহরই মিডিয়ায় আছে। কিন্তু পাঁচ মাসের শিশু আরাফাতের মৃত্যু ঘটায় এটি সবার দৃষ্টিতে আসে। মানুষ চায়, এই ঘটনার সঙ্গে যুক্ত ছিনতাইকারীদের আটক করে আইনের আওতায় আনা হবে। আটক করা হবে ছিনতাইকারীর গডফাদারদেরও।

বহুরূপী গুম-খুন-ছিনতাই-রাহজানি-চাঁদাবাজির ঘটনায় জনজীবনে ত্রাহি অবস্থা বিরাজ করছে। এগুলো শক্ত হাতে দমন না করে দায়িত্বশীল মহল থেকে বরং এর পক্ষে যুক্তি দেয়া হয় বিদেশের উদাহরণ টেনে। ফলে সমাজের চলমান এই খুতগুলো সহজে দূর হচ্ছে না। উল্টো আশকারা পেয়ে পেয়ে আইন অমান্য কাজে বেশি সময় দিচ্ছে দুর্বৃত্তসমরা। এতে সমাজে অপরাধ প্রবণতা মাথাছাড়া দিয়ে উঠছে।

আমরা জেগে জেগে ঘুমাই বলে সমাজে অনিয়ম ও অব্যবস্থাপনাই আজ এক রকম নিয়মে পরিণত! একটি দায়বদ্ধ সমাজ ব্যবস্থায় যা কখনো কাঙ্ক্ষিত হতে পারে না। মূলত দায়হীনতার কারণেই আমরা আরাফাতদের মতো শিশুদের অকালে হারাই। বিন্দুমাত্র লাজ-লজ্জা-শরম অবশিষ্ট থাকলে বড় বড় বুলি না আউড়ে জাতির কাছে ক্ষমতা চাওয়াই হতো অধিক যুক্তিযুক্ত।

আরাফাতের মতো করুণ পরিণতি আর যেন কোনো শিশুর না হয়, আমরা তেমন মূল্যবোধসম্পন্ন একটি সমাজ চাই। ছিনতাইমুক্ত সমাজ চাই। যে সমাজে শিশুরা যেন বরগুনার বেতাগী উপজেলার মতো অঙ্কুরেই নকলে আসক্ত না হয়। ১৪ ডিসেম্বরের মতো জাতিকে মেধাশূন্য করার সুদূরপ্রসারী কাজটি যে আজও থেমে নেই, ক্লাস ওয়ানে নকল এর অকাট্য প্রমাণ। জাতি আর এমন অরাজকতা দেখতে চায় না। তারা দেখতে চায়, সত্যিকার অর্থেই মায়ের কোলে আরাফাতরা নিরাপদ।

লেখক : সাধারণ সম্পাদক- ঢাকা সাংবাদিক ইউনিয়ন
ই-মেইল : jalam_prodhan72@yahoo.com