বাংলার খবর২৪.কম : একের পর এক দুঃসংবাদ। টানা দরপতন। নিঃস্ব লাখো বিনিয়োগকারী। আত্মহত্যার পথও বেঁচে নিয়েছেন অনেকে। এসব ২০১০ সালের কথা, তখন পুঁজিবাজারে স্মরণকালের ভয়াবহ ধস নেমেছিল।এরপর নিয়ন্ত্রক সংস্থা ও সরকারের নানা উদ্যোগ। আবারো বাজারমুখী বিনিয়োগকারীরা। ঘুড়ে দাঁড়িয়েছে ৩৩ লাখ বিনিয়োগকারীর পুঁজিবাজার। কিন্তু তাদের আস্থা ফিরেছে কতটুকু? এমন প্রশ্নের জবাবে একাধিক বিনিয়োগকারী জানান, ২০১০ সালের মতো আবারো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বাজার। কিছু কোম্পানির শেয়ারের দাম কোনো কারণ ছাড়াই লাগামহীনভাবে বাড়ছে। বাজারের এ গতি স্বাভাবিক নয়। ফলে আস্থার সংকট থেকেই গেল।
বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত জাতীয় ঐক্যের সাধারণ সম্পাদক আ ন ম আতাউল্লাহ নাঈমের সঙ্গে। তিনি পিএনএস কে বলেন, ‘পুঁজিবাজারে কিছু সংস্কার এসেছে। তবে সরকার অনেক প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি। অন্যদিকে, অস্বাভাবিকভাবে কিছু কোম্পানির শেয়ারের দাম বাড়ায় ব্যবস্থা নিচ্ছে না নিয়ন্ত্রক সংস্থা।’তিনি আরো বলেন, ‘একইসঙ্গে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির সমন্বয়হীনতায় বিনিয়োগকারী হিসেবে পুরোপুরি আস্থা ফিরে পাইনি।’
গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছাড়িয়েছে ১ হাজার ২০০ কোটি টাকা, যা এ বছরের মধ্যে সর্বোচ্চ। দিন শেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের ৬৭ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে ৪৮৬৬ দশমিক ১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ৩০০টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ২০০টির, কমেছে ৮৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির। মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১২৮৮ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার ৯৬০ টাকা।
যা আগের দিনের চেয়ে ৩২২ কোটি ১২ লাখ টাকা বেশি।পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, বাজারে বড় ধরনের পতন বন্ধ হয়েছে। প্রতিনিয়ত বাড়ছে সূচক ও লেনদেন। এ বৃদ্ধির গতি একটু অস্বাভাবিক। এ ব্যাপারে বিনিয়োগকারীরা সর্তক হওয়া উচিত।
বাজার পরিস্থিতি প্রসঙ্গে বিশিষ্ট পুঁজিবাজার বিশ্লেষক ও অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ পিএনএস কে বলেন, ‘পুঁজিবাজার চাঙ্গা থাকায় বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রণ বেড়েছে। এ ছাড়া ব্যাংক আমানতের হার কমে যাওয়ায় মানুষ এখন পুঁজিবাজারের দিকে ঝুঁকছে।