ডেস্ক: পুরো টুর্নামেন্ট খেলতে পারেন নি। খেলেছিলেন মোটে ১১ ম্যাচ। এতেই উঠে গেলেন তুঙ্গে। প্রথম দিকে ব্যাট তেমন হেঁসে ওঠেনি। দর্শকদের ফিরতে হয়েছিল মন খারাপ করে। শেষ পর্যন্ত ঘুমন্ত দৈত্যের ঘুম ভাঙে। এতে ছারখার হয়ে যায় সবকিছু। একদিনেই বিশ্বরেকর্ড ভেঙে চুরমার করে দেন। তছনছ করে দেন বিপক্ষ দলের বোলারদের সকল চেষ্টা। কোন কিছুই আটকাতে পারেনি তাকে। এতে পুরো সফল ক্রিস্টোফার হেনরি গেইল।
ক্রিস গেইল মানেই ছয়-চারের ফুল ঝুড়ি ছুটবে মাঠে। সারা পৃথিবী জুড়ে এই দানবীয় ক্রিকেটার টি-টোয়েন্টি ফেরি করে বেড়ান। গেইল উইকেটে থাকা মানেই দর্শকদের মধ্যে বাড়তি রোমাঞ্চ। কারণ গেইল মানেই টি-টোয়েন্টির খোরাক।
আজ ফাইনাল ম্যাচ শেষে খেলোয়াড়দের দেয়া পাঁচটি পুরস্কারের মধ্যে চারটিই উঠে ক্রিস গেইলের হাতে। প্লেয়ার অব দ্য ম্যাচ এবং প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার সহ ক্রিস গেইল পেয়েছেন মোস্ট এক্সাইটিং প্লেয়ার অব দ্য ম্যাচ এবং টিভিএস ব্যাটসম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। এছাড়া রংপুর রাইডার্সের নাজমুল ইসলাম অপু পান লাভেলো বোলার অব দ্য ম্যাচের পুরস্কার।
আজ কে কী পুরস্কার পেলেন:
লাভেলো বোলার অব দ্য ম্যাচ: নাজমুল ইসলাম অপু (রংপুর রাইডার্স)।
প্লেয়ার অব দ্য ম্যাচ: ক্রিস গেইল (রংপুর রাইডার্স)।
টিভিএস ব্যাটসম্যান অব দ্য ম্যাচ: ক্রিস গেইল (রংপুর রাইডার্স)।
মোস্ট এক্সাইটিং প্লেয়ার অব দ্য ম্যাচ: ক্রিস গেইল (রংপুর রাইডার্স)।
প্লেয়ার অব্য দ্য টুর্নামেন্ট: ক্রিস গেইল (রংপুর রাইডার্স)।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান