পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ১৬ বছর সংসার করেও প্রেমের টানে ঘর ছুট স্ত্রী! Logo দুধের শিশুকে বিক্রি করলেন বাবা, বিচার চেয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে নিরুপায় মা Logo বগুড়ায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার Logo পাটগ্রামে কীটনাশক খেয়ে ৪ সন্তানের জননীর আত্মহত্যা Logo রায়পুরায় ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ Logo সাংবাদিককে মুঠোফোনে জেলা যুবদল নেতার হুমকি! Logo পাটগ্রামে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত Logo ঈদের ছুটি শেষে বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানিসচল Logo আব্দুল্লাহপুর ফ্লাইওভার এ অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে বিআরটিএ’র মোবাইল কোর্ট এর অভিযান Logo বিআরটিএর সারাদেশে অভিযানে ৪৫১ মামলা, সাড়ে ৯ লাখ টাকা জরিমানা

বিপিএলে কে কী পুরস্কার পেলেন

ডেস্ক: পুরো টুর্নামেন্ট খেলতে পারেন নি। খেলেছিলেন মোটে ১১ ম্যাচ। এতেই উঠে গেলেন তুঙ্গে। প্রথম দিকে ব্যাট তেমন হেঁসে ওঠেনি। দর্শকদের ফিরতে হয়েছিল মন খারাপ করে। শেষ পর্যন্ত ঘুমন্ত দৈত্যের ঘুম ভাঙে। এতে ছারখার হয়ে যায় সবকিছু। একদিনেই বিশ্বরেকর্ড ভেঙে চুরমার করে দেন। তছনছ করে দেন বিপক্ষ দলের বোলারদের সকল চেষ্টা। কোন কিছুই আটকাতে পারেনি তাকে। এতে পুরো সফল ক্রিস্টোফার হেনরি গেইল।

ক্রিস গেইল মানেই ছয়-চারের ফুল ঝুড়ি ছুটবে মাঠে। সারা পৃথিবী জুড়ে এই দানবীয় ক্রিকেটার টি-টোয়েন্টি ফেরি করে বেড়ান। গেইল উইকেটে থাকা মানেই দর্শকদের মধ্যে বাড়তি রোমাঞ্চ। কারণ গেইল মানেই টি-টোয়েন্টির খোরাক।

আজ ফাইনাল ম্যাচ শেষে খেলোয়াড়দের দেয়া পাঁচটি পুরস্কারের মধ্যে চারটিই উঠে ক্রিস গেইলের হাতে। প্লেয়ার অব দ্য ম্যাচ এবং প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার সহ ক্রিস গেইল পেয়েছেন মোস্ট এক্সাইটিং প্লেয়ার অব দ্য ম্যাচ এবং টিভিএস ব্যাটসম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। এছাড়া রংপুর রাইডার্সের নাজমুল ইসলাম অপু পান লাভেলো বোলার অব দ্য ম্যাচের পুরস্কার।

আজ কে কী পুরস্কার পেলেন:

লাভেলো বোলার অব দ্য ম্যাচ: নাজমুল ইসলাম অপু (রংপুর রাইডার্স)।

প্লেয়ার অব দ্য ম্যাচ: ক্রিস গেইল (রংপুর রাইডার্স)।

টিভিএস ব্যাটসম্যান অব দ্য ম্যাচ: ক্রিস গেইল (রংপুর রাইডার্স)।

মোস্ট এক্সাইটিং প্লেয়ার অব দ্য ম্যাচ: ক্রিস গেইল (রংপুর রাইডার্স)।

প্লেয়ার অব্য দ্য টুর্নামেন্ট: ক্রিস গেইল (রংপুর রাইডার্স)।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ১৬ বছর সংসার করেও প্রেমের টানে ঘর ছুট স্ত্রী!

বিপিএলে কে কী পুরস্কার পেলেন

আপডেট টাইম : ০৬:৪১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭

ডেস্ক: পুরো টুর্নামেন্ট খেলতে পারেন নি। খেলেছিলেন মোটে ১১ ম্যাচ। এতেই উঠে গেলেন তুঙ্গে। প্রথম দিকে ব্যাট তেমন হেঁসে ওঠেনি। দর্শকদের ফিরতে হয়েছিল মন খারাপ করে। শেষ পর্যন্ত ঘুমন্ত দৈত্যের ঘুম ভাঙে। এতে ছারখার হয়ে যায় সবকিছু। একদিনেই বিশ্বরেকর্ড ভেঙে চুরমার করে দেন। তছনছ করে দেন বিপক্ষ দলের বোলারদের সকল চেষ্টা। কোন কিছুই আটকাতে পারেনি তাকে। এতে পুরো সফল ক্রিস্টোফার হেনরি গেইল।

ক্রিস গেইল মানেই ছয়-চারের ফুল ঝুড়ি ছুটবে মাঠে। সারা পৃথিবী জুড়ে এই দানবীয় ক্রিকেটার টি-টোয়েন্টি ফেরি করে বেড়ান। গেইল উইকেটে থাকা মানেই দর্শকদের মধ্যে বাড়তি রোমাঞ্চ। কারণ গেইল মানেই টি-টোয়েন্টির খোরাক।

আজ ফাইনাল ম্যাচ শেষে খেলোয়াড়দের দেয়া পাঁচটি পুরস্কারের মধ্যে চারটিই উঠে ক্রিস গেইলের হাতে। প্লেয়ার অব দ্য ম্যাচ এবং প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার সহ ক্রিস গেইল পেয়েছেন মোস্ট এক্সাইটিং প্লেয়ার অব দ্য ম্যাচ এবং টিভিএস ব্যাটসম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। এছাড়া রংপুর রাইডার্সের নাজমুল ইসলাম অপু পান লাভেলো বোলার অব দ্য ম্যাচের পুরস্কার।

আজ কে কী পুরস্কার পেলেন:

লাভেলো বোলার অব দ্য ম্যাচ: নাজমুল ইসলাম অপু (রংপুর রাইডার্স)।

প্লেয়ার অব দ্য ম্যাচ: ক্রিস গেইল (রংপুর রাইডার্স)।

টিভিএস ব্যাটসম্যান অব দ্য ম্যাচ: ক্রিস গেইল (রংপুর রাইডার্স)।

মোস্ট এক্সাইটিং প্লেয়ার অব দ্য ম্যাচ: ক্রিস গেইল (রংপুর রাইডার্স)।

প্লেয়ার অব্য দ্য টুর্নামেন্ট: ক্রিস গেইল (রংপুর রাইডার্স)।