ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পঞ্চম আসরের ফাইনালে ঝড়ো এক সেঞ্চুরির সুবাদে রেকর্ড বুকের পাতাকে আরও সমৃদ্ধ বরলেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। এবারের বিপিএলের প্রথম পর্বে দুটি হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি।
আর এলিমিনেটর ম্যাচে অপরাজিত সেঞ্চুরি করেছিলেন খুলনা টাইটানসের বিপক্ষে। বিপিএলের ফাইনালেও গেইল চালালেন তাণ্ডব। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে খেললেন ৬৯ বলে ১৪৬ রানের অপরাজিত ইনিংস। বিস্ফোরক ইনিংসে গড়লেন দুর্দান্ত সব রেকর্ড।
এক ইনিংসের পথে গেইলের যত রেকর্ড
* টি-টোয়েন্টিতে এটি গেইলের ২০তম সেঞ্চুরি। ৭টির বেশি সেঞ্চুরি নেই আর কারও।
* প্রথম ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন ১১ হাজার টি-টোয়েন্টি রান। ৯ হাজার রানও নেই আর কারও।
* ইনিংসে গেইল ছক্কা মেরেছেন ১৮টি। ছাড়িয়ে গেছেন নিজেরই বিশ্বরেকর্ড। আইপিএলে অপরাজিত ১৭৫ রানের ইনিংসটির পথে মেরেছিলেন ১৭টি ছক্কা।
* প্রথম ব্যাটসম্যান হিসেবে বিপিএলে করেছেন ছক্কার সেঞ্চুরি। ২৬ ইনিংসে তার ছক্কা এখন ১০৭ টি। ৫৪ ইনিংসে ৪৭ ছক্কায় দুইয়ে সাব্বির রহমান।
* এই নিয়ে এক ইনিংসে ১০টি বা তার বেশি ছক্কা ১৫বার মারলেন গেইল। ১০ ছক্কা দুবারের বেশি মারতে পারেননি আর কোনো ব্যাটসম্যান।
* বিপিএলে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসে নিজেকেই ছাড়িয়ে গেলেন গেইল। এক ম্যাচ আগেই খুলনা টাইটানসের বিপক্ষে খেলা অপরাজিত ১২৬ রানের ইনিংস ছাড়িয়ে গেলেন অপরাজিত ১৪৬ রান করে।
* বিপিএলের ৫ আসরের ফাইনালে এই প্রথম সেঞ্চুরি করলেন কোনো ব্যাটসম্যান।
* ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে দ্বিতীয় উইকেটে ২০১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন গেইল। যে কোনো উইকেটেই বিপিএল এই প্রথম দেখল দুইশ রানের জুটি। ২০১৩ বিপিএলে খুলনার হয়ে উদ্বোধনী জুটিতে শাহরিয়ার নাফিস ও লু ভিনসেন্টের ১৯৭ রানের জুটি ছিল আগের রেকর্ড।
* বিপিএলে সব মিলিয়ে একাই ৫টি সেঞ্চুরি করলেন গেইল। একাধিক সেঞ্চুরি নেই আর কারও।
* এই ইনিংসের পথে সবচেয়ে কম ইনিংস খেলে বিপিএলে হাজার রানের রেকর্ড গড়লেন গেইল। লেগেছে তার মাত্র ২৬ ইনিংস।
* এর আগে টি-টোয়েন্টিতে ৯টি ফাইনাল খেলে গেইল করতে পেরেছিলেন মাত্র দুটি ফিফটি। দশম ফাইনালে করলেন প্রথম সেঞ্চুরি।
* পাঁচ আসর খেলে সর্বোচ্চ স্ট্রাইক রেট- বিপিএলের পাঁচ আসরেই খেলেছেন গেইল। আর নিজের স্ট্রাইক রেট নিয়ে গেছেন ১৭৩.৮১ এ। বিপিএলের সবগুলো আসরে খেলা কোনো ব্যাটসম্যানের ক্ষেত্রে এটাই সর্বোচ্চ।
* সর্বোচ্চ অ্যাভারেজ ৫৪.০৪- বিপিএলের ২৬ ম্যাচে তিনি সংগ্রহ করেছেন ১১৩৫ রান। তার ব্যাটিং গড় ৫৪.০৪, যা এই টুর্নামেন্টে সর্বোচ্চ। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকাতেও তিনি আছেন ছয় নম্বরে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান