ডেস্ক: আজ ১২ ডিসেম্বর। বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান এবং উম্মে আহমেদ শিশির দম্পতির পঞ্চম বিবাহবার্ষিকী।
২০১২ সালে ১২-১২-১২ ম্যাজিক তারিখে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই দুজন। আজকের দিনটি এমনিতেই স্পেশাল। আরেকটু স্পেশাল হতে পারত যদি রংপুর রাইডার্সের কাছে শিরোপা না হারাত সাকিবর দল ঢাকা ডায়নামাইটস!
মঙ্গলবার সাকিব-শিশিরের এই বিশেষ দিনটিতে ৫৭ রানে ফাইনাল ম্যাচটি জিতে প্রথমবারের মত শিরোপা জিতল রংপুর রাইডার্স। রংপুর প্রথমবার হলেও অধিনায়ক হিসেবে মাশরাফির এটি চুতর্থ বিপিএল শিরোপা। এর আগে ঢাকা গ্ল্যাডিয়েটর এবং কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে শিরোপা জিতেছিলেন ম্যাশ। বিপিএলের গত আসরটাই যা মিস হয়েছিল।
গত বছর বিপিএলের চতুর্থ আসরে রাজশাহী কিংসকে হারিয়ে প্রথমবারের মত অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছিলেন সাকিব আল হাসান। রাজশাহী কিংস এবার তলানিতে থেকে গ্রুপ পর্ব থেকেই বিদায়ে নিয়েছে। অন্যদিকে পঞ্চম আসরেও তারকাবহুল দুর্দান্ত একটি দল সাজিয়েছিল ঢাকা।
প্রত্যাশামত ফাইনালেও উঠেছিল। কিন্তু ওই যে বাংলা প্রবাদ আছে, ‘ওস্তাদের মাইর শেষ রাইতে’; সেই ওস্তাদের কাছেই শেষের লড়াইয়ে হেরে গেলেন সাকিব।