ডেস্ক : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে৷ অজয় ইয়েংগান্তি নামে ওই অভিযুক্ত মহারাষ্ট্রের বিজেপি নেতা৷ তিনি রাজ্যের আদিবাসী উন্নয়ন দফতরের মন্ত্রী রাজে অমব্রিশরাও আটরামের ঘনিষ্ঠ বলে দলীয় সূত্র খবর৷ সোমবারই ওই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷
জানা গিয়েছে, ধৃত বিজেপি নেতা বালির কন্ট্রাক্টর৷ কন্ট্রাক্টরির পাশাপাশি রাজনীতির সঙ্গে যুক্ত সে৷ গড়চিরৌলি জেলার সিরোঞ্চা তেহসিলের বিজেপির সংগঠন দেখভালের দায়িত্ব তার উপর ছেড়ে দিয়েছে দল৷ এদিকে নির্যাতিতা কিশোরীর অভিযোগ, কম বয়সে পালিয়ে বিয়ে করে সে৷ কিন্তু সেই বিয়ে টেকেনি৷
পরে বাড়ি ফিরে আসতে চাইলে পরিবারের লোকেরা তাকে গ্রহণ করেনি৷ বাধ্য হয়ে এক হষ্টেলে থাকতে শুরু করে সে৷ ওই হোষ্টেলটি আবার অভিযুক্তর মা চালায়৷ সেখানেই অজয়ের সঙ্গে তার পরিচয় হয়৷ ক্রমে দু’জনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে৷ অভিযুক্ত তাকে বিয়ের প্রতিশ্রুতি দেয়৷ বিয়ের টোপ দিয়ে অজয় একাধিকবার তার সঙ্গে ধর্ষণ করে বলে অভিযোগ৷
কিন্তু কিছুদিন পরই মোহ ভাঙে ওই কিশোরীর৷ কোনরকমে হোষ্টেল থেকে বেরিয়ে মহিলা কমিশনে যোগাযোগ করে৷ সেখানে গিয়ে সবিস্তারে পুরো ঘটনাটি জানায়৷ এরপরই মহিলা কমিশন থেকে অভিযুক্তর বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়৷ সেই অভিযোগের ভিত্তিতে সোমবার অজয়কে গ্রেফতার করা হয়৷
ধৃতের বিরুদ্ধে পকসো আইনের একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ৷ অন্যদিকে বিরোধিদের অভিযোগ, অনেক আগেই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল পুলিশের৷ কিন্তু অভিযুক্ত শাসক দলের লোক বলে তাকে ধরার ক্ষেত্রে গড়িমসি করে পুলিশ৷ যদিও বিরোধিদের অভিযোগ মানতে চায়নি পুলিশ৷