ডেস্ক: পাকিস্তানের পেশাওয়ারে কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের এক আবাসিক ভবনে অস্ত্রধারীদের হামলার ঘটনায় অন্তত ৯ শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছেন আরো অন্তত ৩৭ জন।
এ ঘটনার পরপরই সেখানে অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার সকালে পেশোয়ার কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটে কমপক্ষে ৪ জন অস্ত্রধারী ঢুকে পড়ে।
পুলিশ জানিয়েছে, হামলাকারীরা রিকশায় করে ঘটনাস্থলে আসে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, এ ঘটনার পরপরই সেখানে পুলিশি অভিযান শুরু হয়েছে। তারা বলছে, পুলিশ পুরো এলাকাটি ঘিরে রেখেছে।
স্থানীয় সংবাদ মাধ্যম আরো জানায়, শুক্রবার সকালে বোরকা পরিহিত সন্দেহভাজন হামলাকারীরা গুলি ছুড়তে ছুড়তে হোস্টেল ভবনে প্রবেশ করে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফ্রন্টিয়ার কর্পসের সদস্যরা ঘটনাস্থলটি ঘিরে ফেলে। শুরু হয় গোলাগুলি। জিম্মিদের উদ্ধারে এখনো অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।
এছাড়া সেনাবাহিনীর হেলিকপ্টার ওই এলাকাটির ওপর নজরদারি করছে।
কেউই এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি। ঈদ-ই-মিলাদুন্নবীর জন্য প্রতিষ্ঠানটি বন্ধ ছিল বলে জানা গেছে।
ভবনটিতে অন্তত ৪০ জন শিক্ষার্থী সেখানে ছিলেন বলে স্থানীয়দের সূত্রে জানা গেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান