বাংলার খবর২৪.কম ডেস্ক : থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান ওচা বলেছেন, অসুন্দর নারী পর্যটক ছাড়া সুন্দরীদের সমুদ্রে বিকিনি পরে ঘোরাঘুরি নিরাপদ নয়।
গত সপ্তাহে থাইল্যান্ডের কোহ চাও আইল্যান্ডে এক ব্রিটিশ যুগল হত্যার পর বিতর্কিত মন্তব্য করেন থাইল্যান্ডের প্রাক্তন এই সেনাশাসক। এ ছাড়া দেশটিতে নারী পর্যটক নির্যাতনের হার বেড়ে গেছে।
থাই প্রধানমন্ত্রী বলেন, এখানে সব সময় পর্যটকদের নিরাপত্তার সমস্যা রয়েছে। পর্যটকরা মনে করেন, আমাদের দেশ সুন্দর। তাই তারা যা চায়, তাই করতে পারে। তারা বিকিনি পরে সব জায়গা ঘুরে বেড়ায়। তবে বিকিনিতে তারাই কেবল নিরাপদ থাকবে, যারা সুন্দর নয়। সুন্দরীদের বিকিনি পরে ভ্রমণ করার ব্যাপারে খুবই নিরাপত্তা ঝুঁকি রয়েছে।
নিহত ওই ব্রিটিশ যুগলের আচরণ নিয়েও প্রশ্নে তোলেন তিনি।
ওচা বলেন, পার্টিতে যদি মানুষকে প্রলুবদ্ধ করে এমন যৌন আবেদনময়ী পোশাক না পরে যেতো তাহলে ওই দুর্ঘটনা ঘটতো না।
বিকিনি পরে মাতাল অবস্থায় ওই ব্রিটিশ যুগল আরো ৫০ জনের সঙ্গে আইল্যান্ডে একটি নৃত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
থাই প্রধানের এ বক্তব্য কঠোর সমালোচনা করেছে ব্রিটিশ সংসদ। এ ধরনের মন্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও অপরিপক্ক।
তথ্যসূত্র : ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান