ডেস্ক: কুমিল্লার হয়ে বিপিএলের চলতি আসরে শুরু থেকে ভালোই বোলিং করে আসছেন বাংলাদেশ জাতীয় দলের তরুণ বোলার সাইফুদ্দিন। তবে আজ (শনিবার) রাজশাহীর বিপক্ষে ম্যাচে তার উপর দিয়ে রীতিমত ঝড় বয়ে গেল। নিজের করা চতুর্থ ওভারে দিলেন ৩২ রান। আর এতেই বিপিএলে সবচেয়ে খরুচে বোলারের খাতায় নাম লেখালেন এই বোলার।
প্রথম তিন ওভারে ১৮ রানে ৩ উইকেট নিয়ে ছিলেন ম্যাচের সফল বোলার। সেই হিসেবে রাজশাহী কিংসের বিপক্ষে নিজের চতুর্থ ও ইনিংসের শেষ ওভারে বল করতে আসেন সাইফুদ্দিন। ড্যারেন স্যামি শুরু করে চার মেরে, পরের বলে মারেন ছয়। তৃতীয় বলে নেন দুই রান। চতুর্থ বলে আবারও ছয়। পঞ্চম বল থেকে আসে অতিরিক্ত ১। ষষ্ঠ বলে আবারও ছয়। সপ্তম বলে আবার অতিরিক্ত। আর অষ্টম ও শেষ বলে আবার ছয়। অতিরিক্ত ২ সহ ব্যাট থেকে আসে ৩০ রান। এতেই সাইফুদ্দিন হয়ে গেলেন বিপিএলের সবচেয়ে খরুচে বোলার।
এর আগে এক ওভারে সর্বাধিক ২৯ রান দেওয়ার রেকর্ড ছিল আরেক বাংলাদেশি নাজমুল মিলনের। ২০১৩ সালে বিপিএলে ২৯ রান দিয়ে এই খরুচে বোলিংয়ের রেকর্ড গড়েন মিলন। এছাড়া ২০১২ সালে স্কট স্টাইরিস ২৭ ও ২০১৫ সালে রায়ান টেন ডেসকাটও এক ওভারে ২৭ রান দেন।