ডেস্ক: আওয়ামী লীগ মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের নিয়ে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, তারা নির্বাচনের আগে রোহিঙ্গাদের ফেরত দিতে চায় না।
শনিবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘দেশ বাচাঁও, মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত জাতীয় এক পরামর্শ বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
শনিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ইউনেস্কোর স্বীকৃতি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশের সমালোচনাও করেন আমির খসরু।
তিনি বলেন, আওয়ামী লীগ শনিবার যে জনসভার আয়োজন করেছে, সে জনসভায় ব্যবসায়ী থেকে শুরু করে সবাইকে আলাদা আলাদা ব্যানার আনতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।
তিনি অভিযোগ করেন, বিএনপির সমাবেশে আওয়ামী লীগ রাস্তাঘাট বন্ধ করে দিয়েছিল। বিভিন্নভাবে বাধা দিয়েছিল। এর পরও জনসমুদ্রের ঢেউ ঠেকাতে পারেনি।
শনিবারের জনসভা প্রসঙ্গে আমির খসরু বলেন, আওয়ামী লীগের জনসভার জন্য কোনো অনুমতির প্রয়োজন হয়নি। আর তাদের জনসভায় কেমন মানুষ হয়েছে, সেটা আমরা দেখেছি এবং এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন, তারা সব সরকারি কর্মকর্তা ও কর্মচারী।
এসময় তিনি বলেন, সংসদ বহল রেখে আগামী নিবার্চন হবে না।
পরামর্শ বৈঠকে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’-এর সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের মভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, গণস্বাস্থের সভাপতি ড. জাফরুউল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুকুমার বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. এস. এম. হাসান তালুকদার প্রমুখ।