ডেস্ক : কক্সবাজার থেকে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এসময় বাসের চালকসহ তিনজনকে আটক করা হয়েছে।
শনিবার সকালে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় বাসটিতে তল্লাশি চালায় র্যাব।
এ ব্যাপারে র্যাবের চট্টগ্রাম জোনের সহকারি পরিচালক এএসপি মিমতানুর রহমান জানান, আটক তিনজন একই ইয়াবা পাচারকারী চক্রের সদস্য। তারা কক্সবাজার থেকে ইয়াবাগুলো নিয়ে ঢাকায় যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।
তিনি আরও জানান, বাসে তল্লাশি করে ইয়াবা পাওয়ার পর সব যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। বাসের সুপারভাইজার তাদের অন্য বাসে তুলে দেন। এরপর বাসটি জব্দ করা হয়েছে।
ওই বাসে করে দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের তথ্য র্যাবের কাছে আছে বলে জানিয়েছেন মিমতানুর।
এসময় বাসটি জব্দ করেছে র্যাব।
অন্যদিকে আটক তিনজন হলেন, তুবা পরিবহন বাসের চালক মোস্তফা (৫৫) এবং দুই যাত্রী রিফাত (৩২) ও জোবায়ের (২৪)।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান