ডেস্ক: বিশ্বের সবচেয়ে ধনী সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত ইসলামিক স্টেটের (আইএস) হাত থেকে এবার রেহাই পেল না নিজেদের সঙ্গীরাও। আফগানিস্তানে অন্তর্কলহের জের ধরে আইএসের ১৫ সদস্যকে শিরশ্ছেদ করে হত্যা করেছে তারা।
বৃহস্পতিবার এ ঘটনা ঘটিয়েছে আইএস সদস্যরা। আফগানিস্তানের নানাগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগানি বলেন, আইএসের অন্তর্কলহের কারণে ওই সদস্যদের শিরশ্ছেদ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, অচীন প্রদেশের সুখআব বাজারে এ ঘটনা ঘটে। তবে আইএসের পক্ষ থেকে কিছু নিশ্চিত করা হয়নি।
এদিকে বৃহস্পতিবার নানাগারহারেই আত্মঘাতী হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। এখন পর্যন্ত কেউ হামলার দায়ভার স্বীকার করেনি। পাকিস্তান সীমান্তবর্তী এ এলাকাতে আইএসের জোর তৎপরতা রয়েছে। সূত্র : নিউজ উইক