বাংলার খবর২৪.কম : ২৮ সেপ্টেম্বরের মধ্যে গার্মেন্টস শ্রমিক-কর্মচারীদের বেতন, ঈদ বোনাসসহ সব পাওনা পরিশোধের দাবি জানিয়েছে নারী নেতৃত্বাধীন সাতটি গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ‘আরএমজি ক্লাব’।শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে শ্রমিক সংগঠনগুলোর নেতারা এ দাবি জানান।মানববন্ধনে বক্তারা বলেন, ‘প্রতি বছর ঈদের সময় গার্মেন্টস মালিকরা শ্রমিক কর্মচারীদের বেতন-বোনাস সময়মতো পরিশোধ না করায় শ্রমিক-কর্মচারীরা পরিবার পরিজন নিয়ে ঈদ পালন করতে পারে না, যা অত্যন্ত অমানবিক। শ্রমিকরা রক্ত পানি করে এ শিল্পকে টিকিয়ে রাখছে। উপার্জন করছে বৈদেশিক মুদ্রা। সচল রাখছে অর্থনীতির চাকা।’তারা বলেন, ‘আগামী ৬ অক্টোবর ঈদুল আযহা। গত ঈদে তোবার পাঁচ কারখানার শ্রমি- কর্মচারীরা না খেয়ে থেকেছে। এ ঈদে তারা যেন পাওনাদি থেকে বঞ্চিত না হয়, তারা যেন বেতন-বোনাস নিয়ে আনন্দের সঙ্গে ঈদ পালন করতে পারে।’২৮ সেপ্টেম্বরের মধ্যে তোবার ৫ কারখানার বেতনবঞ্চিত শ্রমিকসহ সারাদেশের শ্রমিক-কর্মচারীরা যেন বেতন বোনাস পায়, তা নিশ্চিত করতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বানও জানান তারা।
বক্তারা পিএনএস কে বলেন, ‘ইতিমধ্যে অনেক গার্মেন্টস কারখানা বন্ধ হওয়ায় হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। মালিকরা বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা থেকে অর্জিত লাভ দিয়ে রাজার হালে জীবনযাপন করে, সন্তানদের বিদেশে পাঠিয়ে লেখাপড়া করায়।
অথচ কারখানা বন্ধ করে দেওয়ার সময় যে শ্রমিকের রক্তের দামে আরাম-আয়েশ, ভোগ-বিলাস করে তাদের কথা একটু ভাবে না।’সব বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবি জানান শ্রমিক নেতারা। মানববন্ধনে আরএমজি ক্লাবের সমন্বয়ক গার্মেন্টস নেত্রী শামীমা আক্তার শিরিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সুলতানা বেগম, রাবেয়া সুলতানা রানী, শাহিদা সরকার, জান্নাতুল ফেরদাউস, মো্. শামসু্দ্দীন, কামরুন নাহার, নাসরিন বেগম, অ্যাডভোকেট জাকির হোসেন প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান