পিএনএস (মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান) : জন্ম সৃষ্টির লক্ষ্যে। ১৯২৬ সালের ১ সেপ্টেম্বর এক অজপাড়াগাঁয়ে জন্ম নেয়া শিশু আবদুর রহমান বিশ্বাস ইতিহাস সৃষ্টি করে গেছেন জীবনের প্রায় প্রতিটি পরতে পরতে। সময়ের প্রয়োজনে তাৎক্ষণিক সাহসী সিদ্ধান্ত গ্রহণপূর্বক দেশ ও জাতিকে নিরাপদ রাখার ক্ষেত্রে যার জুড়ি নেই, জাতির গর্বিত সন্তান হিসেবে তার তুলনা তিনি নিজেই। যিনি আমাদের মাঝ থেকে চিরতরে শারীরিকভাবে হারিয়ে গেলেন। তবে তাঁর অসীম সাহসী উদ্যোগ ও কৃর্তী আমাদের মাঝে জাগরুক আছে এবং থাকবে।
মহানবীকে নিয়ে মহা এক গ্রন্থ রচনা করেছিলেন বঙ্গভবনে রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে দীর্ঘদিন কর্মরত আবু জাফর মুহাম্মদ ইকবাল। যিনি জাতীয় প্রেস ক্লাবের অস্থায়ী সদস্য। সংবাদপত্র জগতের লোক হিসেবে এবং উল্লিখিত বইটির জন্যই জাফর ভাইর ডাকেই বেশির ভাগ সময় বঙ্গভবনে যেতে হতো। এরই মধ্যে এশিয়া ডাইজেস্টের প্রধান সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেনের সুবাধে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাওয়া সর্বোপরি লেখালেখির কারণে মাঝেমধ্যে রাষ্ট্রপতির সঙ্গে পরিচিত হই। প্রকাশিত লেখা পড়ে মাঝেমধ্যে তিনি ফোনে কথা বলতেন। তাঁর ফোন পেলে খুব ভালো লাগত। তাঁর বনানীর বাসায়ও অনেকবার গিয়েছি। রাষ্ট্রের সর্বোচ্চপদে অধিষ্ঠিত ওই ব্যক্তির শিশুসুলভ আচরণ-কথা এবং অসম্ভব ভাগ্মিতা অবাকবিস্ময়ে লক্ষ্য করতাম।
রাষ্ট্রপতি হওয়ার কিছুদিনের মধ্যেই প্রবীণ সাংবাদিক আলতাফ হোসেনের নেতৃত্বে কজন সাংবাদিক একবার তার সঙ্গে দেখা করতে বঙ্গভবনে যাই। সেখানে আলতাফ ভাই গর্ব করে তার বাড়ি রাষ্ট্রপতির এলাকা বাকেরগঞ্জে বলে বাড়তি দৃষ্টি কাড়ার চেষ্টা করলেন। রাষ্ট্রপতি আবদুল রহমান বিশ্বাস বিন্দুমাত্র দেরি না করে আলতাফ ভাইকে তাৎক্ষণিক বলে ওঠেন, আমাদের দেশটা ছোট। আলাদা করে বলার দরকার নেই। আমরা পুরো দেশের সন্তান।
শেষদিকে আবদুর রহমান বিশ্বাস তার ছেলেকে নমিনেশন না দেয়ার বেদনায় কিছু কষ্ট পেয়েছিলেন। অন্যদিকে ছেলে সাবেক এমপি ডাঃ নাছিম বিশ্বাসকে হারানোর বেদনাটা তাকে বেশ কাবু করে। ছেলের বিয়োগ তাকে প্রায়ই নাড়া দিত। শেষ জীবনে তিনি বনানীর বাসায় অনেকটা নীরবে কাটাতেন। পরিচিত কাউকে পেলে সানন্দে সময় দিতেন। এলাকার মানুষ তার কাছে বেশি আসত। শারীরিক সমস্যা সত্ত্বেও তিনি সবার সঙ্গে সঙ্গ দেয়ার চেষ্টা করতেন।
আজকে আরেকটি ব্যাপার না বলে লোভ সামলাতে পারছি না। আর সেটি হলো রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের সময়ে বঙ্গভবনে কজন ব্যক্তির অনাকাঙ্ক্ষিত কিছু কার্যক্রম। একপর্যায়ে জাফর ভাইকে বললাম, আপনি তো কিচারপতি সাহাবুদ্দিন থেকে শুরু করে বেশ কজন রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন। বর্তমানে কেমন অনুভন করছেন। তিনি বিরক্তির স্বরে বললেন, ‘গাইও না, বলদও না।’ মূলত আবদুর রহমান বিশ্বাসের মতো সিংহ পুরুষের সঙ্গে কাজ করা ব্যক্তিত্বদের কাছে ইয়াজউদ্দিন সাহেবের সময়টা জাফর ভাইদের কাছে কেন, সচেতন জনগোষ্ঠীর কাছেই এমনটা ঠেকেছে।
দেশের দক্ষিণাঞ্চলের জেলা বরিশালের সাবেক বাকেরগঞ্জের শায়েস্তাবাদে ১৯২৬ সালে ১ সেপ্টেম্বর আবদুর রহমান বিশ্বাসের জন্ম। বরিশাল শহরেই তিনি স্কুল ও কলেজজীবন শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে তিনি আইন বিষয়ে অধ্যয়ন করেন।
আবদুর রহমান বিশ্বাস ১৯৫০-এর দশকে আইন পেশায় যোগদান করেন। তিনি ১৯৬২ এবং ১৯৬৫ সালে পূর্ব পাকিস্তান আইনসভার সদস্য নির্বাচিত হন। ১৯৬৫ থেকে ১৯৬৯ পর্যন্ত পূর্ব পাকিস্তানের সংসদীয় সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৬৭ সালে তিনি পাকিস্তান প্রতিনিধি দলের সদস্য হিসেবে জাতিসংঘের ২২তম অধিবেশনে যোগ দেন। তিনি বরিশাল বার সমিতির সভাপতিও ছিলেন।
১৯৭৭ সালে তিনি বরিশাল পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বরিশাল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৯-৮০ সালে তিনি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় পাটমন্ত্রী এবং ১৯৮১-৮২ সালে বিচারপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন।
রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পূর্বে আবদুর রহমান বিশ্বাস ১৯৯১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ৪ এপ্রিল ১৯৯১ তিনি জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। পরে তিনি একই বছরে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে ১৯৯৬ সালের ৮ অক্টোবর পর্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
৯৩ বছর বয়সে ৩ নভেম্বর রাতে না-ফেরার দেশে চলে গেলেন ইতিহাসের ভরপুত্র আমাদের পরম শ্রদ্ধেয় আবদুর রহমান বিশ্বাস। তিনি কঠিন সংকটকালে স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ণ রাখার মধ্য দিয়ে দেশ ও জাতিকে রক্ষায় ইতিহাসের অংশ হয়ে আছেন এবং থাকবেন। কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি দেশপ্রেমিকের প্রমাণ শতভাগ রেখে গেছেন। স্বনির্ভর বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণে যার জুড়ি নেই। পরিশেষে আপাদম মস্তক দেশপ্রেমিক মরহুম আবদুর রহমান বিশ্বাসের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাঁকে জান্নাত দান করুন।
লেখক : সাধারণ সম্পাদক- ঢাকা সাংবাদিক ইউনিয়ন
ই-মেইল : jalam_prodhan72@yahoo.com