অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের

চার লাখ রোহিঙ্গার রেজিস্ট্রেশন সম্পন্ন

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : মিয়ানমার থেকে পালিয়ে ৬ লাখ ১৫ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো। তবে এখনও রোহিঙ্গাদের আসা থামেনি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ করতে বায়োমেট্রিক পদ্ধতিতে তাদের পরিচয় নিশ্চিত করছে প্রশাসন। এরইমধ্যে চার লাখ রোহিঙ্গার বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন হয়েছে। সাতটি কেন্দ্রে প্রতিদিন ১২ থেকে ১৩ হাজারের মতো রোহিঙ্গার নিবন্ধন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের তত্ত্বাবধানে বিজিবি ও সেনাবাহিনী রোহিঙ্গাদের নিবন্ধনের এই কাজ করছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রেজিস্ট্রেশনের কাজ শেষে দেওয়া হচ্ছে ছবিযুক্ত কার্ড। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের উপ-পরিচালক আবু নোমান মো. জাকির হোসেন বলেন, ‘বায়োমেট্রিক পদ্ধতিতে এ পর্যন্ত চার লাখ রোহিঙ্গার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।

শুরুর দিকে রেজিস্ট্রেশন কেন্দ্র ও যন্ত্রপাতির সীমাবদ্ধতা থাকলেও এখন এসব কাটিয়ে ওঠা গেছে। এর আগে রোহিঙ্গারা ত্রাণের জন্য ছোটাছুটি করলেও বায়োমেট্রিক নিবন্ধনে অনীহা ছিল। রেজিস্ট্রেশনে অনেক রোহিঙ্গা নিরুৎসাহিতও করেছিল। তবে বর্তমানে ত্রাণসহ বিভিন্ন ধরনের সহযোগিতা পেতে নিবন্ধন কার্ডের গুরুত্ব বোঝানোর পর হুমড়ি খেয়ে পড়েছে রোহিঙ্গারা।

ক্যাম্পে ক্যাম্পে মাঝিদের মাধ্যমে রোহিঙ্গাদের উদ্বুব্ধ করার পর এই গতি এসেছে।’নতুনদের পাশাপাশি পুরনো রোহিঙ্গারাও এর আওতায় রয়েছে। ছবিযুক্ত এই কার্ডের মাধ্যমে রোহিঙ্গাদের সঠিক পরিসংখ্যান, সাময়িক আশ্রয় ও মানবিক সহায়তা দেওয়ার পাশাপাশি রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে এই তথ্যভাণ্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া

চার লাখ রোহিঙ্গার রেজিস্ট্রেশন সম্পন্ন

আপডেট টাইম : ০৪:৫৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০১৭

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : মিয়ানমার থেকে পালিয়ে ৬ লাখ ১৫ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো। তবে এখনও রোহিঙ্গাদের আসা থামেনি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ করতে বায়োমেট্রিক পদ্ধতিতে তাদের পরিচয় নিশ্চিত করছে প্রশাসন। এরইমধ্যে চার লাখ রোহিঙ্গার বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন হয়েছে। সাতটি কেন্দ্রে প্রতিদিন ১২ থেকে ১৩ হাজারের মতো রোহিঙ্গার নিবন্ধন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের তত্ত্বাবধানে বিজিবি ও সেনাবাহিনী রোহিঙ্গাদের নিবন্ধনের এই কাজ করছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রেজিস্ট্রেশনের কাজ শেষে দেওয়া হচ্ছে ছবিযুক্ত কার্ড। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের উপ-পরিচালক আবু নোমান মো. জাকির হোসেন বলেন, ‘বায়োমেট্রিক পদ্ধতিতে এ পর্যন্ত চার লাখ রোহিঙ্গার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।

শুরুর দিকে রেজিস্ট্রেশন কেন্দ্র ও যন্ত্রপাতির সীমাবদ্ধতা থাকলেও এখন এসব কাটিয়ে ওঠা গেছে। এর আগে রোহিঙ্গারা ত্রাণের জন্য ছোটাছুটি করলেও বায়োমেট্রিক নিবন্ধনে অনীহা ছিল। রেজিস্ট্রেশনে অনেক রোহিঙ্গা নিরুৎসাহিতও করেছিল। তবে বর্তমানে ত্রাণসহ বিভিন্ন ধরনের সহযোগিতা পেতে নিবন্ধন কার্ডের গুরুত্ব বোঝানোর পর হুমড়ি খেয়ে পড়েছে রোহিঙ্গারা।

ক্যাম্পে ক্যাম্পে মাঝিদের মাধ্যমে রোহিঙ্গাদের উদ্বুব্ধ করার পর এই গতি এসেছে।’নতুনদের পাশাপাশি পুরনো রোহিঙ্গারাও এর আওতায় রয়েছে। ছবিযুক্ত এই কার্ডের মাধ্যমে রোহিঙ্গাদের সঠিক পরিসংখ্যান, সাময়িক আশ্রয় ও মানবিক সহায়তা দেওয়ার পাশাপাশি রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে এই তথ্যভাণ্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।