তালিকাভূক্ত এক জঙ্গি সদস্যকে ধরতে আজ নাটোর শহরের কানাইখালী ও হরিশপুর এলাকায় অভিযান চালিয়েছে জেলা পুলিশ। ওই জঙ্গিকে ধরতে ব্যর্থ হলেও তার অবস্থান নিশ্চিত করতে ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নাটোর সদর সার্কেলের এএসপি আবুল হাসনাত জানান, তালিকাভুক্ত এক জঙ্গির সাথে নাটোর পৌরসভার ৩নং ওায়ার্ড কাউন্সিলর নান্নু শেখের পরিবারের সম্পৃক্ততার বিষয়ে জানতে পারে পুলিশ। শুক্রবার নান্নু শেখের বাড়িতে ওই জঙ্গির অবস্থানের বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। তবে পুলিশের অভিযানের আগেই পালিয়ে যায় ওই জঙ্গি।
এসময় নান্নু শেখের স্ত্রী শিউলি আক্তার, ছোট ভাই জহুরুল ইসলাম ও তার স্ত্রী সেলিনা বেগমকে আটক করে পুলিশ। এখানে অভিযান ব্যর্থ হয়ে পুলিশ শহরের কানাইখালী এলাকায় নান্নু শেখের এক আত্মীয় বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানেও ব্যর্থ হয় পুলিশ। সেখান থেকে আটক করা হয় দুইজনকে। ওই জঙ্গির অবস্থান নিশ্চিত করতে আটক ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ব্যাপারে নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, অভিযান অব্যাহত থাকায় এখনও বলার মত কিছু হয়নি। অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান