বাংলার খবর২৪.কম ঢাকা: বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘মিথ্যাচার ও কূটকৌশল করে পার পাবেন না। অবিলম্বে আলোচনার মাধ্যমে একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। না হলে আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন।’
তিনি বলেন, ‘একটা মিথ্যাচার ঢাকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার অনৈতিক সরকার হাজারটা মিথ্যাচার করছে।’
শুক্রবার সকাল সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য সফর নিয়ে কী জঘন্য মিথ্যাচার করা হচ্ছে। তারা প্রচার করছে ক্যামেরন নাকি বলেছেন ৫ জানুয়ারি নির্বাচন নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। Past is past.’
তিনি বলেন, ‘অথচ সংবাদপত্রে প্রকাশিত হচ্ছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচনে জনগণ অংশগ্রহণ করেনি। ১৫৪ জন কোনো ভোট পায়নি। এ নির্বাচন যুক্তরাজ্যসহ কারও কাছে গ্রহণযোগ্য নয়। বাংলাদেশে একটি সুষ্ঠু গণতন্ত্র চাইলে অবিলম্বে সকলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবীর খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল, সানাউল্লাহ মিয়া, আসাদুল করীম শাহিন প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান