ডেস্ক:রাজশাহীতে শিবিরের (নারী সংস্থা) গোপন বৈঠক থেকে এক নারীসহ আট কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণে জিহাদী বই উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার গভীর রাতে নগরীর মতিহার থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
রাজশাহী মহানগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম জানান, মতিহার থানার ধরমপুর দক্ষিণপাড়ায় বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালায়। এ সময় জামায়াতের এক নারী সদস্যকে গ্রেফতার করে। পরে গ্রেফতার নারীর দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে অন্য ৭ জনকে আটক করা হয়।
এদিকে রাজশাহীর চারঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি শের আলমকে গ্রেফতার করেছে। তার নামে থানায় নাশকতার মামলা আছে বলে পুলিশ জানিয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান