আগামী জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সংসদের বাইরে দেশের অন্যতম দল বিএনপি অংশ নিবে কি না এ নিয়ে রাজনৈতিক মাঠে চলছে জোর আলোচনা-সমালোচনা। ক্ষমতাসীন দল ও তাদের জোট পরিস্কার জানিয়ে দিয়েছে, দশম সংসদ নির্বাচনের মেয়াদ শেষে ২০১৯ সালে একাদশ নির্বাচনে বিএনপি অংশ না দিলে তাদের দলের নিবন্ধন বাতিল হয়ে যাবে।
নিরপেক্ষ ও নির্দলীয় নির্বাচনের দাবিতে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচন বর্জন করেছিল বিএনপি ও তাদের ২০ দলীয় জোট। যেহেতু নির্বাচন কমিশনের আইনে উল্লেখ আছে তাদের নিবন্ধন দেয়া কোনো দল পর পর দুবার সংসদ নির্বাচন বর্জন কিংবা অংশ না নিলে তাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে।
ক্ষমতাসীনরা মনে করেন, যেহেতু বিএনপি গত নির্বাচনে অংশ নেয়নি, তাই নিজেদের অস্থিত্ব রক্ষায় আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে বাধ্য হবে তারা। অপরদিকে বিএনপির সিনিয়র নেতারাও কম যান না। তারাও প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, বতমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রধান থাকলে সে নির্বাচনে অংশ নিবে না বিএনপি। এজন্য বিএনপিকে যদি কেয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হয়, তবে তারা তাই করবে।
এই যখন দেশের প্রধান দুই রাজনৈতিক শক্তির অবস্থান; তখন দেশের মানুষ আছে মহাবিপাকে। কারণ প্রতিবারই বৃহৎ এ দুটি রাজনৈতিক শক্তির কারণে সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে চরম অস্থিরতা সৃষ্টি হয়। রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগ মুহূর্তে তাদের দাবি আদায়ে কঠোর ও কঠিন কর্মসূচি দিতে পিছ পা হয় না। এর মধ্যে বেশ কয়েকটি নির্বাচন প্রতিহত করতে গিয়ে দেশের সরকারি সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝরেছে অনেক সাধারণ প্রাণ।
এদিকে ২০১৪ সালের ৫ জানুয়ারিও এর ব্যতিক্রম হয়নি । বিএনপি তত্বাবধায়ক সরকারের দাবিতে সারা দেশে আন্দোলনের ডাক দেয়। সরকার বিএনপির কঠিন আন্দোলনের পরও তত্বাবধায়ক সরকারের দাবি আমলে নেয়নি। বরং বিএনপি নির্বাচনে না আসলেও একাদশ নির্বাচন করতে অনড় থাকে। সে সময় দেশ বিদেশে; এমনকি জাতিসংঘ পর্যন্ত হস্তক্ষেপ করে। চলে দিনের পর দিন আলোচনা। এক পর্যায়ে বিএনপি ও আওয়ামী লীগ জাতিসংঘের দূতের দেয়া প্রস্তাব না মানায় আলোচনা ভেস্তে যায়। এক পর্যায়ে বিএনপি নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেয়।
অপরদিকে তৎকালিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ ও যথাসময়ে নির্বাচনের ঘোষণা দেয় এবং নির্বাচন করে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা দুই মেয়াদে ক্ষমতায় আসীন হয়।
এরই মধ্যে পেরিয়ে গেছে, ৩ বছর। পাল্টে গেছে দেশের গতিপথ। রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকায় উন্নয়ন আর অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে দেশ। এরই মধ্যে অভিযুক্ত দেশের শীর্ষ যুদ্ধাপরাধীদের আদালতে মাধ্যমে ফাসিঁর রায় কার্যকর করে সরকার।
এদিকে বিশেষ আদালতে বিএনপিপ্রধান খালেদা জিয়ার নামে দুটি মামলার বিচার কাজ চলছে। যা এখন অনেকটাই শেষ পর্যায়ে। বিচারকাজ যেভাবে চলছে তাতে দ্রুতই মামলার ফলাফল আসার কথা। ফলে নির্বাচনে বিএনপি নেত্রী বেগম জিয়া অংশ নিতে পারবেন কিনা তা সময়ের বিষয়। তবে, ২০ দলীয় জোটের অন্যতম শক্তি জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন। তাই বিএনপির অন্যতম রাজনৈতিক মিত্র জামায়াত গত বারের মতো এবারও সরাসরি নির্বাচন করতে পারবে না।
অন্যদিকে জাতীয় সংসদ নির্বাচনের আরও দুবছর বাকি থাকলেও গত নির্বাচনে জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে একাদশ নির্বাচনের আবহ। গঠিত হয়েছে প্রধান নির্বাচন কমিশনারসহ ৬ সদস্যের নতুন নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, গেল নির্বাচনে বিএনপি অংশ না নেয়ায় একতরফা ক্ষমতায় আসে আওয়ামী লীগ, এমন দাবি বিএনপির। তাই তারা মধ্যবর্তী ও দ্রুত একাদশ সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছে।
সরকার দলের বেশ কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, কোনো ভাবেই ২০১৯ সালের আগে নির্বাচন দিতে রাজি নয় সরকার। কেবল মেয়াদ শেষ হলেই আওয়ামী লীগ নির্বাচনের জন্য মাঠে নামবে।
ফেমাস নিউজের অনুসন্ধানে জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিবে। এজন্য তারা ভেতরে ভেতরে ব্যাপক প্রস্তুত গ্রহণ করেছে। শুধু তাই নয়, আদালতের রায়ে বিএনপিপ্রধান খালেদা জিয়ার কারাদণ্ড হলেও, বিএনপি নির্বাচনে অংশ নিবে। এজন্য খালেদা জিয়া দলের বেশ কয়েকজন নেতাকে চূড়ান্ত নির্দেশনাও দিয়েছেন। যা এখনও প্রকাশিত হয়নি।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিএনপিপ্রধান খালেদা জিয়া আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রাথী চুড়ান্ত করার কাজ শুরু করেছেন। ভিতরে ভিতরে সরকারকে চাপে রাখতে বিএনপি কৌশল অবলম্বন করে সময় পার করতে চাইছে। বিষয়টি গোপনীয় বিধায় কেউ এখনই নিজেদের প্রকাশ করতে রাজি হচ্ছেন না।
জানা গেছে, একাদশ নির্বাচনের জন্য একটি সহায়ক সরকারের রূপরেখা দিবেন খালেদা জিয়া। তিনি খুব শিগগিরই গণমাধ্যমে সহায়ক সরকারের রুপরেখা দিবেন। এখন চলছে রূপরেখা তৈরীর কাজ।
দলের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, গত নির্বাচনে বিএনপি অংশ না নিয়ে যে ভুল করেছে তা পুনরায় করতে চান না তারা। এবার যেকোনো পরিস্থিতিতে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিবে। এমনটাই তাদের মত।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ফেমাসনিউজকে বলেন, বিএনপি নির্বাচনমুখী দল। তারপরও আগামী নির্বাচনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারপ্রধান থাকলে বিএনপি সে নির্বাচনে অংশ নিবে না।
তবে ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম ফেমাসনিউজকে বলেন, ‘বিএনপি নিজেদের প্রয়োজনেই একাদশ নির্বাচনে অংশ নিবে, এমনটা আমি বিশ্বাস করি।’
তিনি বলেন, আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। এর ব্যাতিক্রম হবে না।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান