পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ব্যারিস্টার হাসান রাজিব এর পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দহগ্রাম যুবদল নেতা রাজ্জাক হোসেন রাজু Logo গত ২০ বছরে ঈদযাত্রা এত স্বস্তির হয়নি : সড়ক উপদেষ্টা Logo মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে বিআরটিএ চেয়ারম্যান Logo ঈদযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে সায়দাবাদে বিআরটিএ’র মোবাইল কোর্ট অভিযান Logo এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে – মোঃ এহছানুল হক Logo লালমনিরহাটে কোচিং সেন্টারের নামে একাধিক মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে প্রতারণা করা সেই কোচিং শিক্ষক গ্রেফতার Logo তাড়াশে সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজার মৃত্যু Logo মুক্তিযুদ্ধের স্মৃতিমঞ্চে স্থাপিত ম্যুরাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো Logo দাদন ব্যবসায়ীর ভয়ে ঘর ছাড়া চা বিক্রেতা সুদ আসলে পরিশোধ করেও আসামী Logo লালমনিরহাট শাখা ফুলকুঁড়ি সদস্য, চৌকস ভাইয়াদের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর ইফতার অনুষ্ঠান

সমস্যা ও সংকট সাংবাদিকদের পিছু ছারছে না

(মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান) : মিডিয়া নিয়ে তুষ্ট হতে পারছেন না নীতিবান সাংবাদিকরা। আদর্শ পেশা হিসেবে পরিচিত যে পেশা, সে পেশার সঙ্গে যুক্তরা চরম ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন। অন্যের সমস্যা নিয়ে যারা সদা কাজ করেন, ভাগ্যের ফেরে তারা নিজেই সংবাদ শিরোনাম হচ্ছেন।

সাংবাদিক দম্পতি সাগার-রুনির বিচার না হওয়ায় এবং প্রকৃত খুনিদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনায় এই পেশার ঝুঁকি বেড়ে গেছে- এ অভিমত অপরাধ বিশ্লেষকদের। দেশে বিচার পাওয়ার অধিকার সবার রয়েছে। এত আন্দোলনের পরও একটি সাংবাদিক দম্পতির হত্যার বিচার নিয়ে যে কালক্ষেপণ ও রহস্যময় আচরণ চলছে, তা ন্যায়বিচার প্রাপ্তির প্রতি মানুষের আস্থাহীনতার সৃষ্টি করছে বলে মনে করার যথেষ্ট কারণ রয়েছে।

মত প্রকাশের স্বাধীনতা সংবিধানে লিপিবদ্ধ আছে। সেটা বাস্তবে কতটুকু আছে, সেটা সংশ্লিষ্টরাই ভালো জানেন। সাময়িকের কথা বলে জনপ্রিয় বেশ কয়টি গণমাধ্যমকে কৌশলে বন্ধ করে দেয়া হয়েছে। এতে পেশাদার সহস্রাধিক সাংবাদিক বেকার হয়ে পড়েন। পরিবার নিয়ে তারা কষ্টকর জীবন যাপন করছেন। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি তাদের সমস্যাকে প্রকট করছে।

দায়িত্বশীলরা বারবার প্রতিশ্রুতি দেয়া সত্ত্বেও ভীতি সৃষ্টিকারী আইসিটি আইনটি এখনো কার্যকর৷ এমন একটি আইন যে দেশে কার্যকর থাকে, সেই দেশে বাকস্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতার অবস্থা কেমন, তা সহজেই ধারণা করা যায়৷ ‘বাকস্বাধীনতা নেই’ এই শব্দটি উচ্চারণ বা বলার কারণেও ৫৭ ধারার খপ্পরে পড়তে হতে পারে বলে অনেকের আশঙ্কা! এই শঙ্কা মাথায় নিয়ে কাজ করছেন সাংবাদিকরা।

আশঙ্কার বড় কারণ ৫৭ ধারা অনুযায়ী যে কোনো ব্যক্তি যদি পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করে যে, অমুক ব্যক্তি লিখে বা বলে আমার ‘মানহানি’ করেছে, অভিযোগ আমলে নিয়েই একজন এসআই সেই ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবেন৷ কোনো তদন্ত ছাড়াই পুলিশ গ্রেপ্তার করতে পারবেন এবং তার সর্বোচ্চ ১৪ বছরের জেল হতে পারে৷ ব্যাপারটি সাংবাদিকতা পেশাকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে নিঃসন্দেহে।

আইসিটি আইনের ৫৭ ধারায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকসহ বেশ কয়েকজনকে তিন থেকে সাত বছর জেল দেয়া হয়েছে৷ কজন সাংবাদিক জেল খেটে জামিনে মুক্ত আছেন। দৈনিক ইনকিলাবের তিন সিনিয়র সাংবাদিককে এই আইনে গ্রেফতার করা হয়। কোনো প্রকার পূর্ব সতর্ক ছাড়াই তাদের গ্রেফতার করে পুলিশ। দীর্ঘদিন কারাভোগ করেন তারা।

সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, আজকাল আদালত থেকে নাকি এমনও বলে দেয়া হচ্ছে যে কার বক্তব্য গণমাধ্যমে যাবে না। বিষয়টিকে স্বাধীন মত প্রকাশের অন্তরায় হিসেবে মনে করছেন খোদ আইনজ্ঞরা। তাদের মতে, এতে ব্যক্তির মত প্রকাশের সাংবিধানিক স্বাধীনতা বাধাগ্রস্ত হয়। এ ক্ষেত্রে ব্যক্তির মত প্রকাশের অধিকারকে প্রতিষ্ঠাই অধিক যুক্তিযুক্ত বলে সংবিধান বিশেষজ্ঞদের অভিমত।

কদিন আগে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বার্ষিক প্রতিবেদনে যে চিত্র তুলে ধরা হয়েছে, তাতে অনেকের গা জ্বললেও পেশাদার সাংবাদিকদের কাছে তাতে অবাক হননি। মতপ্রকাশের স্বাধীনতা সঙ্কুচিত হওয়ার যে অপনজির চালু হয়ে গেছে, তাতে যারপরনাই চিন্তিত মুক্ত ও স্বাধীন গণমাধ্যমে বিশ্বাসী সাংবাদিকরা।

বর্তমান প্রেক্ষাপটে অনেক গণমাধ্যমে নিয়মিত বেতন-ভাতা দেয়া হচ্ছে না। যারাওবা দিত তারা গড়িমসি করতে শুরু করেছে। হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া বাকিরা আজও অষ্টম ওয়েজ বোর্ড কার্যকর করেনি। অবৈধ উপায়ে অর্থের বিনিময়ে ওইসব প্রতিষ্ঠান সার্টিফেকেট সংগ্রহ করেছে। আর সাংবাদিকদের একটি চিহ্নিত অংশ ওই সার্টিফিকেট দাতা হিসেবে বেশ নিন্দা কুড়াচ্ছে।

আলোচিত সমস্যা ও সংকট বলে দিচ্ছে গণমাধ্যম কর্মীরা ঘোর দুদিন পার করছেন। এক কেজি লবণ যখন ৪২ টাকা কেজি তখন অন্য পেশাদারদের বেতন-ভাতা ১২৩ শতাংশ বৃদ্ধি পেলেও সাংবাদিকরা বঞ্চিতের কাতারে। সময় ফেরিয়ে গেলেও তাদের ন্যায্য পাওনা নবম ওয়েজ বোর্ড গঠনে নানা রকম ছলছাতুরির আশ্রয় নেয়া হচ্ছে। এ অবস্থায় একটি প্রশ্নবিদ্ধ ওয়েজ বোর্ড গঠনের আশঙ্কা করছেন নীতিবান সাংবাদিক নেতারা।

অনৈতিক উপায়ে অর্থ-ভিত্তের পাহাড় গড়া চিহ্নিত মহলটি নিজেদের নোংরা অতীতকে ঢাকা দিতে মিডিয়ার প্রতি ঝুঁকছে। তাদের মিডিয়ায় কর্মরতদের মধ্যে শীর্ষ কজনকে হাত করে ৯৫ শতাংশকে নানাভাবে বঞ্চিত করা হচ্ছে। কর্পোরেট হাউজ নামে পরিচিত এসব গণমাধ্যমের বেশির ভাগ সংবাদ কর্মী বৈষ্যমের কারণে আত্মপীড়নে ভুগছেন। চাকরি চলে গেলেও তারা নিয়ম অনুযায়ী পাওনাদি পান না।

সব মিলিয়ে গণমাধ্যমে অস্থিরতা বিরাজ করছে বললে কমই বলা হবে। চাকরির অনিশ্চিয়তা, ঝুঁকি ও অস্থিরতা মিলিয়ে পেশা হিসেবে সাংবাদিকতা নতুন সংকটের মুখোমুখি। সাংবাদিকতা পেশাকে ঝুঁকিহীন ও অস্থিরতা মুক্ত করতে দায়িত্বশীল পর্যায় থেকে সময়োপযোগী উদ্যোগ গ্রহণ জরুরি। আর সে উদ্যোগ যত দ্রুত গ্রহণ করা হবে, ততই পেশাদার হিসেবে সাংবাদিকরা ঝুঁকিমুক্ত হয়ে দেশবাসীর সেবায় আত্মনিয়োগে আরো যত্নবান হতে পারবেন।

লেখক : সাধারণ সম্পাদক- ঢাকা সাংবাদিক ইউনিয়ন
ই-মেইল : Jalam_prodhan72@yahoo.com

Tag :
জনপ্রিয় সংবাদ

ব্যারিস্টার হাসান রাজিব এর পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দহগ্রাম যুবদল নেতা রাজ্জাক হোসেন রাজু

সমস্যা ও সংকট সাংবাদিকদের পিছু ছারছে না

আপডেট টাইম : ০৬:৫২:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০১৭

(মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান) : মিডিয়া নিয়ে তুষ্ট হতে পারছেন না নীতিবান সাংবাদিকরা। আদর্শ পেশা হিসেবে পরিচিত যে পেশা, সে পেশার সঙ্গে যুক্তরা চরম ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন। অন্যের সমস্যা নিয়ে যারা সদা কাজ করেন, ভাগ্যের ফেরে তারা নিজেই সংবাদ শিরোনাম হচ্ছেন।

সাংবাদিক দম্পতি সাগার-রুনির বিচার না হওয়ায় এবং প্রকৃত খুনিদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনায় এই পেশার ঝুঁকি বেড়ে গেছে- এ অভিমত অপরাধ বিশ্লেষকদের। দেশে বিচার পাওয়ার অধিকার সবার রয়েছে। এত আন্দোলনের পরও একটি সাংবাদিক দম্পতির হত্যার বিচার নিয়ে যে কালক্ষেপণ ও রহস্যময় আচরণ চলছে, তা ন্যায়বিচার প্রাপ্তির প্রতি মানুষের আস্থাহীনতার সৃষ্টি করছে বলে মনে করার যথেষ্ট কারণ রয়েছে।

মত প্রকাশের স্বাধীনতা সংবিধানে লিপিবদ্ধ আছে। সেটা বাস্তবে কতটুকু আছে, সেটা সংশ্লিষ্টরাই ভালো জানেন। সাময়িকের কথা বলে জনপ্রিয় বেশ কয়টি গণমাধ্যমকে কৌশলে বন্ধ করে দেয়া হয়েছে। এতে পেশাদার সহস্রাধিক সাংবাদিক বেকার হয়ে পড়েন। পরিবার নিয়ে তারা কষ্টকর জীবন যাপন করছেন। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি তাদের সমস্যাকে প্রকট করছে।

দায়িত্বশীলরা বারবার প্রতিশ্রুতি দেয়া সত্ত্বেও ভীতি সৃষ্টিকারী আইসিটি আইনটি এখনো কার্যকর৷ এমন একটি আইন যে দেশে কার্যকর থাকে, সেই দেশে বাকস্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতার অবস্থা কেমন, তা সহজেই ধারণা করা যায়৷ ‘বাকস্বাধীনতা নেই’ এই শব্দটি উচ্চারণ বা বলার কারণেও ৫৭ ধারার খপ্পরে পড়তে হতে পারে বলে অনেকের আশঙ্কা! এই শঙ্কা মাথায় নিয়ে কাজ করছেন সাংবাদিকরা।

আশঙ্কার বড় কারণ ৫৭ ধারা অনুযায়ী যে কোনো ব্যক্তি যদি পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করে যে, অমুক ব্যক্তি লিখে বা বলে আমার ‘মানহানি’ করেছে, অভিযোগ আমলে নিয়েই একজন এসআই সেই ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবেন৷ কোনো তদন্ত ছাড়াই পুলিশ গ্রেপ্তার করতে পারবেন এবং তার সর্বোচ্চ ১৪ বছরের জেল হতে পারে৷ ব্যাপারটি সাংবাদিকতা পেশাকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে নিঃসন্দেহে।

আইসিটি আইনের ৫৭ ধারায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকসহ বেশ কয়েকজনকে তিন থেকে সাত বছর জেল দেয়া হয়েছে৷ কজন সাংবাদিক জেল খেটে জামিনে মুক্ত আছেন। দৈনিক ইনকিলাবের তিন সিনিয়র সাংবাদিককে এই আইনে গ্রেফতার করা হয়। কোনো প্রকার পূর্ব সতর্ক ছাড়াই তাদের গ্রেফতার করে পুলিশ। দীর্ঘদিন কারাভোগ করেন তারা।

সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, আজকাল আদালত থেকে নাকি এমনও বলে দেয়া হচ্ছে যে কার বক্তব্য গণমাধ্যমে যাবে না। বিষয়টিকে স্বাধীন মত প্রকাশের অন্তরায় হিসেবে মনে করছেন খোদ আইনজ্ঞরা। তাদের মতে, এতে ব্যক্তির মত প্রকাশের সাংবিধানিক স্বাধীনতা বাধাগ্রস্ত হয়। এ ক্ষেত্রে ব্যক্তির মত প্রকাশের অধিকারকে প্রতিষ্ঠাই অধিক যুক্তিযুক্ত বলে সংবিধান বিশেষজ্ঞদের অভিমত।

কদিন আগে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বার্ষিক প্রতিবেদনে যে চিত্র তুলে ধরা হয়েছে, তাতে অনেকের গা জ্বললেও পেশাদার সাংবাদিকদের কাছে তাতে অবাক হননি। মতপ্রকাশের স্বাধীনতা সঙ্কুচিত হওয়ার যে অপনজির চালু হয়ে গেছে, তাতে যারপরনাই চিন্তিত মুক্ত ও স্বাধীন গণমাধ্যমে বিশ্বাসী সাংবাদিকরা।

বর্তমান প্রেক্ষাপটে অনেক গণমাধ্যমে নিয়মিত বেতন-ভাতা দেয়া হচ্ছে না। যারাওবা দিত তারা গড়িমসি করতে শুরু করেছে। হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া বাকিরা আজও অষ্টম ওয়েজ বোর্ড কার্যকর করেনি। অবৈধ উপায়ে অর্থের বিনিময়ে ওইসব প্রতিষ্ঠান সার্টিফেকেট সংগ্রহ করেছে। আর সাংবাদিকদের একটি চিহ্নিত অংশ ওই সার্টিফিকেট দাতা হিসেবে বেশ নিন্দা কুড়াচ্ছে।

আলোচিত সমস্যা ও সংকট বলে দিচ্ছে গণমাধ্যম কর্মীরা ঘোর দুদিন পার করছেন। এক কেজি লবণ যখন ৪২ টাকা কেজি তখন অন্য পেশাদারদের বেতন-ভাতা ১২৩ শতাংশ বৃদ্ধি পেলেও সাংবাদিকরা বঞ্চিতের কাতারে। সময় ফেরিয়ে গেলেও তাদের ন্যায্য পাওনা নবম ওয়েজ বোর্ড গঠনে নানা রকম ছলছাতুরির আশ্রয় নেয়া হচ্ছে। এ অবস্থায় একটি প্রশ্নবিদ্ধ ওয়েজ বোর্ড গঠনের আশঙ্কা করছেন নীতিবান সাংবাদিক নেতারা।

অনৈতিক উপায়ে অর্থ-ভিত্তের পাহাড় গড়া চিহ্নিত মহলটি নিজেদের নোংরা অতীতকে ঢাকা দিতে মিডিয়ার প্রতি ঝুঁকছে। তাদের মিডিয়ায় কর্মরতদের মধ্যে শীর্ষ কজনকে হাত করে ৯৫ শতাংশকে নানাভাবে বঞ্চিত করা হচ্ছে। কর্পোরেট হাউজ নামে পরিচিত এসব গণমাধ্যমের বেশির ভাগ সংবাদ কর্মী বৈষ্যমের কারণে আত্মপীড়নে ভুগছেন। চাকরি চলে গেলেও তারা নিয়ম অনুযায়ী পাওনাদি পান না।

সব মিলিয়ে গণমাধ্যমে অস্থিরতা বিরাজ করছে বললে কমই বলা হবে। চাকরির অনিশ্চিয়তা, ঝুঁকি ও অস্থিরতা মিলিয়ে পেশা হিসেবে সাংবাদিকতা নতুন সংকটের মুখোমুখি। সাংবাদিকতা পেশাকে ঝুঁকিহীন ও অস্থিরতা মুক্ত করতে দায়িত্বশীল পর্যায় থেকে সময়োপযোগী উদ্যোগ গ্রহণ জরুরি। আর সে উদ্যোগ যত দ্রুত গ্রহণ করা হবে, ততই পেশাদার হিসেবে সাংবাদিকরা ঝুঁকিমুক্ত হয়ে দেশবাসীর সেবায় আত্মনিয়োগে আরো যত্নবান হতে পারবেন।

লেখক : সাধারণ সম্পাদক- ঢাকা সাংবাদিক ইউনিয়ন
ই-মেইল : Jalam_prodhan72@yahoo.com