গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর চিনিকলের আওতাধীন সাহেবগঞ্জের ইক্ষু খামারে আখ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পুলিশ ও রংপুর সুগার মিলের কর্তৃপক্ষের দায়ের করা চার মালমায় ৭১ জন বাঙ্গালী ও সাঁওতালের জামিন মঞ্জুর করেছেন আদালত।সোমবার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক এ.এস.এম তাসকিনুল হক তাদের জামির মঞ্জুর করেন।
এরআগে, গত ২২ ডিসেম্বর ৭১ সাঁওতাল উচ্চ আদালতে জামিনের আবেদন করেন । পরে উচ্চ আদালত তাদের জামিন মঞ্জুর করে নিম্ন আদালতে আত্মসমর্পনের নির্দেশ দেন। আদালতের নির্দেশে সাঁওতালরা আইনজীবির মাধ্যমে নি¤œ আদালতে জামিনের আবেদন করেন।
আসামি পক্ষের আইনজীবি এ্যাড.আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৬ সালের ৬ নভেম্বর সাহেবগঞ্জ ইক্ষু খামারের আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও মিল কর্তৃপক্ষের সঙ্গে বাঙ্গালী ও সাঁওতালদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ১২২ জন বাঙ্গালী ও সাঁওতালদের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করে পুলিশ ও মিল কর্তৃপক্ষ।
তিনি আরও জানান, এ চারটি মামলায় ৭১ জন বাঙ্গালী ও সাঁওতাল গত ২২ ডিসেম্বর উচ্চ আদালত জামিনের আবেদন করেন। আদালত তাদের ছয় সপ্তাহের (৪২ দিন) জামিন মঞ্জুর করে নিম্ন আদালতে আত্মসর্মপনের নির্দেশ দেন। আদালতের নির্দেশ মতো ৭১ জন বাঙ্গালী ও সাঁওতালরা আদালতে জামিনের জন্য আবেদন করেন। পরে বিচারক শুনানী শেষে তাদের জামিন মঞ্জুর করেন।
প্রসঙ্গত: রংপুর চিনিকল কর্তৃপক্ষ ১৯৬২ সালে আখ চাষের জন্য গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকায় সাঁওতাল সম্প্রদায়ের কাছ থেকে ১ হাজার ৮৪২ একর জমি অধিগ্রহণ করে। কিন্তু ওইসব জমিতে মিল কর্তৃপক্ষ আখ চাষ না করে স্থানীয় কিছু প্রভাবশালির কাছে লিজ প্রদান করে। তারা ওইসব জমিতে তামাক, ধান, শাক-সবজিসহ বিভিন্ন ফসলের আবাদ করতে থাকে। মিলের জমিতে আখ চাষ না হওয়ায় এসব জমি বাপ-দাদার জমি বলে ফেরৎ দেবার কথা বলে প্রভাবশালী নেতারা সাঁওতাল সম্প্রদায়ের লোকজনকে আন্দোলনে সম্পৃক্ত করে। গেল বছরের ৬ নভেম্বর পুলিশ- শ্রমিক ও সাঁওতালদের সাথে ত্রি-মূখী সংঘর্ষে তিন সাঁওতালের মৃত্যু হয়। আহত হয় পুলিশসহ ৩০ জন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান