(কুমিল্লা) : কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের কোদালীয়া গ্রামে ইঞ্জিনিয়ার এম এ রশিদ তার বাড়িতে শনিবার ৫ লক্ষাধিক লোককে আপ্যায়ন করেছেন। তিনি বর্তমানে শীপ বিল্ডিং এবং ড্রেজার ম্যানুফেকচার শিল্পের একজন প্রধান উদ্যোক্তা। জানা যায়, সদর দক্ষিণ উপজেলার কোদালিয়া গ্রামের বিশিষ্ট শিল্পপতি কর্নফুলী শীপ বিল্ডার্সের মালিক ও বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার এম এ রশিদ তার বাড়ি কোদালিয়ায় ৫ লাখ লোকের মেজবানী সম্পন্ন করেছেন।
উক্ত মেজবানী অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, রেলপথ মন্ত্রী মুজিবুল হক, চট্রগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আব্দুল খালেক, কুমিল্লা জেলার ৬টি উপজেলার আ’লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, শিল্পপতিসহ বিভিন্ন মাদ্রাসার ছাত্র, শিক্ষক, আলেমগণ এবং অত্র এলাকার সাধারণ গরীব মেহনতি মানুষ, ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ বিভিন্নস্তরের লোকজন অংশ নেয়। সকাল ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত এই মেজবানী অনুষ্ঠান চলে। আমন্ত্রিত ভিআইপি ও উচ্চ পর্যায়ের অতিথিদের নিজ বাড়িতে ভাত, গরুর মাংশ, গরম জিলাপী ও কফি খাওয়ানো হয়। এলাকা ও সন্নিহিত এলাকার সাধারণ মানুষদের বাড়ির পাশের জমিতে বিশাল প্যান্ডেল করে খাওয়ানো হয়।
বিভিন্ন উপজেলা থেকে বাড়িতে আগত মানুষজন ভীড় জমায় শুধুমাত্র এক নজর বাড়িটি দেখার জন্য। মনে হয় এযেন কোন দর্শনীয় স্থান। অনুষ্ঠানে ৪’শ গরু জবাই করা হয়। হিন্দু সংখ্যালঘুদের জন্য খাশি, মাছসহ নিরামিস রান্না করা হয়।
রশিদ ইঞ্জিনিয়ারের নিকট আত্মীয় ইঞ্জিনিয়ার সফিউল্লাহ মিয়াজী বলেন, প্রতি বছরই তিনি সাধারণ মানুষকে এক বেলা ডাল-ভাত, গরুর মাংস খাওয়ানের উদ্দেশ্যে এরূপ আয়োজন করে আসছেন; এর পেছনে কোন রাজনৈতিক উদ্দেশ্য নেই। তিনি এলাকাবাসীর দোয়া কামনা করে বলেন, ভবিষ্যতে যেন এভাবে আয়োজন করে সাধারণ মানুষকে এক বেলা খাওয়ানোর তওফিক আল্লাহ তাঁকে নসিব করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান