বাংলার খবর২৪.কম, ফুলবাড়ী (দিনাজপুর) : জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ পরিত্যাক্ত বাস ভবনে কোনো রকমে বসবাস করছেন দিনাজপুরের ফুলবাড়ী থানার ওসি ও পুলিশ সদস্যরা।
থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা পরিবার নিয়ে থানা ক্যাম্পাসে বসবাস করতে না পেরে তারা এখন শহরের বিভিন্ন স্থানে ব্যক্তি মালিকানাধীন বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন। এতে করে পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে সঙ্কায় রয়েছেন ঐ পুলিশ কর্মকর্তারা। সরেজমিনে দেখা যায় ফুলবাড়ী থানার অফিস ভবনটি বর্তমানে আধুনিক ভবন হলেও পুলিশ কর্মকর্তাদের বসবাসের জন্য অতিপুরাতুন ভবন গুলি রয়েছে। সেগুলিতে দীর্ঘ দিন সংস্কার না করায় এখন বসবাসের সম্পূর্ণ অযোগ্য হয়ে পরেছে। এ কারণে কয়েক জন মহিলা পুলিশ সদস্য ও থানার ওসি ছাড়া বাকি সব পুলিশ কর্মকর্তারাই পরিবার পরিজন নিয়ে শহরের বিভিন্ন যায়গায় ভাড়া রয়েছে। থানার ওসির জন্য বরাদ্দকৃত বাসাটিতে গিয়ে দেখা যায় টিনসেটের অতিপুরাতন দু’টি ঘর দীর্ঘদিন সংস্কার না করায় এখন টিন দিয়ে পানি পড়ে। এ জন্য পলিথিন কাগজ ঘরের মধ্য দিয়ে কোনো রকমে একাই বসবাস করছে। পাশের একটি ভবনে চারজন মহিলা পুলিশ বসবাস করে। সেখানকার অবস্থাও একই। দেয়াল ও মেজের প্ল¬াস্টার একে একে খুলে গেছে। জানালা দরজাগুলোও উইপোকা খাওয়া।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম রেজাউল ইসলাম জানান, থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা পরিবার নিয়ে বাহিরে ভাড়া থাকলেও ওসির সেই সুযোগ নেই, তাই পরিবার পরিজন ছাড়াই একাই এই ঘরে কোনো রকমে বসবাস করছি। এতে করে আর্থিক ভাবে ও পারিবারিক ভাবে চরম ক্ষতিগ্রস্থ হচ্ছি।
এদিকে থানার অধিকাংশ পুলিশ কর্মকর্তারা পরিবার পরিজন নিয়ে শহরে বিভিন্ন এলাকায় বসবাসকরায় তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকতে হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গোলাম মোস্তফা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে বড় বড় অপরাধীদের বিরুদ্ধে অভিযান করতে হয়। ঐ অপরাধীদের হাতে পরিবারের সদস্যদের যে কোন সময় ক্ষতি হওয়ার আশঙ্কা থেকে যায় এজন্য আইন প্রয়োগকারী সংস্থা কর্মকর্তাদের সবসময় নিরাপত্তা বেস্টুনিতে বসবাস করতে হয়। যা এই থানায় আবাসিক ভবনগুলো বসবাসের অনুপোযোগি হওয়ায় সম্ভব হচ্ছে না।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান