বগুড়া : স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, দেশের মানুষ শান্তি চায়, উন্নয়ন চায়। একারনে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে মানুষ রুখে দাঁড়িয়েছে। বিএনপি জামায়াতের দিক থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। তারা নির্বাচনের ট্রেন ধরতে ব্যর্থ হয়েছে। ইনশাল্লাহ ২০১৯ সালেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনেও বিপুল ভোটে আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের পরে শক্তি বিজয়ী হবে।
রবিবার বিকেলে বগুড়া শহরের মাটিডালীতে ১৪ দলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন মন্ত্রী। তিনি আরও বলেন, নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটে নৌকা মার্কার প্রার্থী বিজয়ী হয়েছেন। আগামী জাতীয় নির্বাচনে জনগন নৌকার পক্ষে রায় দিবে, নাসিক নির্বাচন তারই গ্রিণ সিগন্যাল।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাধারণ মানুষের কথা ভাবেন, তাদের জন্য কাজ করেন। তাই অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি আ.লীগসহ ১৪-দলের নেতাকর্মীদের নির্দেশ নিয়েছেন।
বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিকের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রিয় সদস্য আলহাজ্ব মমতাজ উদ্দিন, সাধারন সম্পাদক মজিবর রহমান মজনু, ১৪ দলের কেন্দ্রিয় নেতা ডা. শাহাদৎ হোসেন, রেজাউর রশিদ খান, অধ্যাপক নুরুল মজিদ বেলাল, এজাজ আহমেদ মুক্তা, কমরেড অসীত রায়, রোকনুজ্জামান রোকন, আতাউল্লাহ, শ্রী বিরেন সাহা, এড. আব্দুর রাজ্জাক, রাগেবুল আহসান রিপু, টি জামান নিকেতা, এড. জাকির হোসেন নবাব, সুলতান মাহমুদ খান রনি, মাশরাফি হিরো, আল রাজি জুয়েল, মাফুজুল ইসলাম রাজ, আমিনুল ইসলাম ডাবলু, নাইমুর রাজ্জাক তিতাস প্রমুখ। ৭ শতাধিক দু:স্থ ব্যক্তির মাঝে প্রধান অতিথি কম্বল বিতরণ করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান