উখিয়া (কক্সবাজার) : ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধীন মরিচ্যা যৌথ চেকপোষ্টের বিজিবি জোয়ানরা পৃথক পৃথক অভিযান চালিয়ে ২৪শ পিস ইয়াবা ট্যাবলেট, ৩টি মোবাইল সেট, ১টি মোটর সাইকেল, ১টি অটোরিক্সা সহ বিপুল পরিমাণ মিয়ানমারের পণ্য জব্দ করেন। এ সময় জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করা হয়।
গতকাল রবিবার দুপুরে আটককৃতদের কক্সবাজারের রামু থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১২ লক্ষাধিক টাকা বলে বিজিবি জানিয়েছেন। মরিচ্যা যৌথ চেকপোষ্টের সুবেদার সাদেক আলী বলেন, গত শনিবার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করি। এ সময় জড়িত থাকার অভিযোগে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের গৌজঘোনা নামক এলাকার ছৈয়দ আলমের ছেলে নাসির উদ্দিন (২২) ও একই এলাকার মোঃ ইসমাইলের ছেলে নুরুল বশর (৩০) আটক করি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান