মৌলভীবাজার সংবাদদাতা : বিএডিসি মৌলভীবাজারের শ্রীমঙ্গল জোনের আওতায় শ্রীমঙ্গল ও হবিগঞ্জের ৪ উপজেলায় ডায়মন্ড আলুর বাম্পার ফলন হয়েছে। উপজেলাগুলো হচ্ছে- মৌলভীবাজারের শ্রীমঙ্গল এবং হবিগঞ্জের মাধবপুর, বাহুবল ও চুনারুঘাট। শ্রীমঙ্গলের ভীমসি, মাধবপুরের হরিনখোলা ও উত্তর বেজুরা, চুনারুঘাটের লাদিয়া ও চন্দনা এবং বাহুবলের পূর্ব জয়পুর গ্রামে এই আলু চাষ করা হয়।
চলতি মৌসুমে বিএডিসি শ্রীমঙ্গল জোনের আলুবীজ হিমাগার ও উপ- পরিচালকের দপ্তর থেকে চাষীদের প্রশিক্ষণ, উন্নতমানের বীজ সরবরাহ ও অন্যান্য লজিস্টিক সাপোর্ট প্রদান করে ৪ উপজেলার ৩৩ জন কৃষকের মাধ্যমে ৭০ একর জমিতে ডায়মন্ড জাতের আলু চাষ করা হয় এবং এতে সফলও হয় শ্রীমঙ্গল আলুবীজ হিমাগার কর্তৃপক্ষ।
বিএডিসি আলুবীজ হিমাগার শ্রীমঙ্গল জোনের উপ-পরিচালক মো. খলিলুর রহমান জানান, এবার ৪ উপজেলায় ডায়মন্ড আলুর বাম্পার ফলন হয়েছে। প্রতি একরে ৯ থেকে ১০ টন আলু উৎপাদনের আশা করছেন আলুবীজ হিমাগার শ্রীমঙ্গল জোন কর্তৃপক্ষ। শ্রীমঙ্গল আলুবীজ হিমাগার ও শ্রীমঙ্গল জোনের উপ-পরিচালক আরো জানান, আগের মতো হল্যান্ড থেকে আলু আমদানী না করে বিএডিসি টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদিত আলুবীজ ভাইরাসমুক্ত রোগবালাইহীন ভিত্তিবীজ কৃষকদের সরবরাহ করে আসছে। যার ফলে দেশে এখন আলুর ভাল ফলন হচ্ছে। এছাড়া কয়েকজন কৃষক জানান, এবার আলুর বাম্পার ফলন হয়েছে এবং অর্থনৈতিক ভাবে লাভবান হবে।
ফলে বাংলাদেশ এখন আলু উৎপাদনের দিক থেকে বিশ্বে ৮ম স্থান দখল করে নিয়েছে। বিএডিসি উৎপাদিত আলু কৃষকদের কাছ থেকে সরকার কর্তৃক নির্ধারিত মুল্যে ক্রয় করে আলুবীজ হিমাগারে সংরক্ষন করবে। স্থানীয় আলুবীজ কর্তৃপক্ষ জানায়, এবার ডায়মন্ড জাতের আলুর বাম্পার ফলন হওয়ায় এলাকার অন্যান্য কৃষকরাও এই আলু চাষে আগ্রহী হয়ে উঠেছেন। ফলে আগামীতে আলুচাষ আরো বাড়বে বলে কর্তৃপক্ষ আশা করছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান