বাংলার খবর২৪.কম ঢাকা : আগামী ১ আগস্ট পর্যন্ত সারা দেশের সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকছে। ঈদ উপলক্ষে সড়কপথে গাড়ি চলাচল নির্বিঘ্ন করতে প্রতি বছরের মতো এবারো এ সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা ২৩ জুলাই থেকে কার্যকর হয়েছে। গতকাল খাত নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান পেট্রোবাংলা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পেট্রোবাংলার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদুল ফিতর উপলক্ষে সড়কপথে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ২৩ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত ১০ দিন সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে। এ সময়ের পর সারা দেশের সিএনজি স্টেশন আগের সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা মহানগরীর স্টেশনগুলো বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত দৈনিক ৪ ঘণ্টা বন্ধ থাকে। আর কুমিল্লা ও চট্টগ্রামের সিএনজি স্টেশনগুলো বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ছয় ঘণ্টা বন্ধ থাকে। সরকারি হিসাব অনুযায়ী সারা দেশে বর্তমানে সিএনজি স্টেশনের সংখ্যা ৫৮৫।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান