লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার ভবাণীগঞ্জ ইউনিয়নের চৌরাস্তা বাজারে ভ্রাম্যমান আদালত সোমবার বিকেলে অভিযান চালিয়ে সেজান ফার্মেসী থেকে নিষিদ্ধ ও মেয়াদ ঔষুধ জব্দ করে । নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (এনডিসি) মো: আনিছুজ্জামান এ অভিযানে নেতৃত্ব দেন। এসময় লক্ষ্মীপুর অঞ্চলের ড্রাগ সুপার মো: ফজলুল হক ও সদর থানার এস আই ফেরদৌসি উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলার ভবাণীগঞ্জ চৌরাস্তা বাজারে সেজান ফার্মেসীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মেয়াদ উর্ত্তীণ ও নিষিদ্ধ প্রায় ৫০ হাজার টাকা ঔষুধ জব্দ করে। পরে সেই গুলো চৌরাস্তা বাজারে প্রকাশ্যে পুঁড়িয়ে বিনষ্ট করা হয়। এসময় দোকানের কর্মকর্তা আবদুর রশিদ কে ১০ হাজার টাকা জরিমানা আদায় করার নির্দেশ দেয় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আনিছুজ্জামান।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো: আনিছুজ্জামান অভিযান পরিচালনা করার কথা নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ ও মেয়াদ উত্তীর্ণ পাওয়ায় সেজান ফার্মেসীকে ঔষুধ আইন ১৯৪০ এর অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান