নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলায় রায়ে দেশের জনগণ সন্তুষ্ট বলে মনে করেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। আজ সোমবার সকালে নারায়ণগঞ্জ দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেনের দেওয়া রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। আইনমন্ত্রী বলেন, রায়ে দেশের জনগণ সন্তুষ্ট হয়েছেন, এটাই প্রত্যাশিত ছিলো। কারণ কোনো হত্যাকাণ্ড যদি প্রমাণ হয় ফাঁসি দেওয়াই তার প্রথম পদক্ষেপ।
সরকারে দায়িত্ব যে অপরাধ করবে তাকে বিচারের আওতায় এনে সুষ্ঠু বিচার করা। আমাদের সরকার সেটাই করেছে। রায় কার্যকর কবে নাগাদ হবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আইনের বিধান অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যে বিষটি হাইকোর্টে যাবে। হাইকোর্ট নিশ্চিত করলে পরবর্তীতে আসামিদের আপিলের সুযোগ রয়েছে। আপিলের বিষয়টি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নিষ্পত্তি করলে এরপর রায় কার্যকর হবে।
মামলার ৩৫ আসামির মধ্যে ২৬ জনের ফাঁসি ও বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনে। তবে মামরার পর থেকেই ১২ জন আসামি পরাতক রয়েছেন। রায়ের সময় আটক ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। এর আগে মামলার সর্বশেষ ধাপ উভয়পক্ষের যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শেষে গত বছরের ৩০ নভেম্বর রায়ের এ দিন ধার্য করেন আদালত।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান