বাংলার খবর২৪.কম : গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর কদমতলী থানায় দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে মহানগর হাকিম আলমগীর কবির রাজ এর আদালত এ জামিন দেন।
মির্জা ফখরুলের পক্ষে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও ঢাকা বারের সভাপতি মহসিন মিয়া আদালতে তার জামিন আবেদন করেন।
এরপর শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধারীর কদমতলী থানাধীন এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় সে সময় কদমতলী থানায় একটি মামলা দায়ের করা হয়।
পরে চলতি বছরের ২২ জানুয়ারি কদমতলী থানার এসআই জাহিদ খান মির্জা ফখরুলসহ ৬১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান