আগের দিনগুলোর ধারাবাহিকতায় সপ্তাহের প্রথম কার্যদিবস ব্যাপক উত্থানের মধ্যে দিন পার করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। রবিবার দিনভর সূচকের উর্ধ্বমূখী প্রবনতায় ডিএসইতে সূচক বেড়েছে ৮০ পয়েন্ট।
ডিএসইর তথ্যমতে, এদিন ৩২৮ টি কোম্পানির ৫৫ কোটি ৬৫ লাখ ৮০ হাজার ৫০৭ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের হাতবদল হয়েছে। টাকার অংকে লেনদেনের পরিমাণ ১৬৫৯ কোটি ৮ লাখ ৬ হাজার ৮৭৩ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৭৯.৯১ পয়েন্ট বেড়ে ৫৪২২.৮০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২৩.৫৫ পয়েন্ট বেড়ে ১৯৩৪.০৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ১১.৫১ পয়েন্ট বেড়ে ১২৫৪.৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১৩ টির,কমেছে ৯৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬ টি কোম্পানির শেয়ার।
লেনদেনের শীর্ষে থাকা প্রধান ১০টি কোম্পানি হলো: বেক্সিমকো লিঃ, লঙ্কাবাংলা ফাইন্যান্স, অ্যাপোলো ইস্পাত, বারাকা পাওয়ার, জিপিএইচ ইস্পাত, অ্যাকমি ল্যাব, বিবিএস, অলিম্পিক এক্সেসরিজ, ওরিয়ন ফার্মা ও অ্যাক্টিভ ফাইন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান