বাংলার খবর২৪.কম, রাঙামাটি : রাঙামাটি নানিয়াচর উপজেলায় তিন জনকে অপহরণ করে বাবুল কান্তি দে (৫০) নামের একজনকে হত্যা করেছে সন্ত্রাসীরা।
বুধবার দিবাগত রাতে এ অপহরণের ঘটনা ঘটে। নিহত বাবুল দে উপজেলার বুড়িঘাট জগনাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি। অপহৃত অপর দু’জনকে রাতে ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টায় উপজেলার বুড়িঘাট থেকে বাবুল কান্তি দে, উত্তম তালুকদার ও বোট চালক মৃদুল কান্দি দে’কে একদল উপজাতীয় যুবক অপহরণ করে মংখোলা পাড়ায় নিয়ে যায়। সন্ত্রাসীরা রাতে উত্তম তালুকদার ও মৃদুল কান্তি দে’কে ছেড়ে দিলেও সকালে উপজেলার আমতলীতে বাবুল দে’র লাশ পাওয়া যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে রাঙামাটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাস রুদ্ধ করে হত্যা করা হয়েছে।
এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে বুহস্পতিবার দুপুরে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সনাতন যুব পরিষদ ও রাঙামাটি পুজা উদযাপন পরিষদ।