শেরপুর: ৯৯ বছরের বৃদ্ধা বিধবা তুফানু বেগম। কিন্তু আজও তার ভাগ্যে জোটেনি বয়ষ্ক ভাতা কিংবা বিধবা ভাতার কোন কার্ড। তিনি জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া গ্রামের মৃত মফিজ উদ্দিন সরকারের স্ত্রী। চোখে কম দেখেন আর কানেও কম শুনেন। সামান্য হাঁটাচলা করতে পারলেও শরীরে বাসা বেঁধেছে নানা অসুখ। কিন্তু ওষুধ কেনার সামর্থ্য নেই তার। বিভিন্ন চেষ্টার পরও তার ভাগ্যে জোটেনি কোন ভাতার কার্ড।
জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার জন্ম তারিখ ১৯১৭ সালের ১৫ নভেম্বর। তিনি ৭ বছর আগে স্বামী মফিজ উদ্দিনকে হারান। তার ৪ ছেলে ও ৫ মেয়ে। মেয়েদের বিয়ে দিয়েছেন আর ছেলেদের বিয়ে করানোর পর তারা নিজেদের সংসার নিয়েই ব্যস্ত। সন্তানরা খোঁজ-খবর তেমন নেন না, অতিকষ্টে দিন কাঁটে তার।
বৃদ্ধা তুফানু বেগম জানান, মেম্বার ও চেয়ারম্যানকে অনেক বলার পরও কোন ভাতার কার্ড পাইনি।
এ ব্যাপারে নলকুড়া ইউপি চেয়ারম্যান আয়ুব আলী ফর্সা বলেন, আমি দায়িত্ব গ্রহণের পর বিধবা ও বয়ষ্ক ভাতা কার্ডের বরাদ্দ পাইনি। বরাদ্দ পেলেই তুফানু বেগমকে কার্ড দেওয়ার ব্যবস্থা করা হবে।
শিরোনাম :
বয়স ৯৯, তবুও বয়ষ্কভাতা পাচ্ছেন না তুফানু বেগম
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৪:৩৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০১৭
- ১৭২৩ বার
Tag :
জনপ্রিয় সংবাদ