পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেয়ার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে Logo র‍্যাবের ৩ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার Logo বগুড়ায় ট্রাকের ধাক্কায় পথচারী নিহত Logo এবার লালমনিরহাটে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ একজন আটক Logo যশোরে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায়, দুই পাইলট অক্ষত Logo নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন Logo লালমনিরহাটে ১ লক্ষ ৯৮ হাজার ৮শত ৩৭ জন শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে Logo বুড়িমারী এক্সপ্রেস বুড়িমারী থেকে চালুর দাবিতে পাটগ্রাম রেল স্টেশনে রেলপথ অবরোধ Logo লালমনিরহাটে বিএনপি নেতার ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন Logo বাউরা ইউনিয়ন জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হরতালের প্রথমদিনে থমথমে ঢাবি

বাংলার খবর২৪.কমindex_51910: আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথমদিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

হরতালে ক্যাম্পাসে অন্যান্য দিনের থেকে যানবহন কম চলাচল করছে। এছাড়া হরতালে ঢাবিতে ক্লাস না হলেও কয়েকটি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী জানান, হরতাল হলেও কয়েকটি বিভাগের পরীক্ষা যথা সময়ে অনুষ্ঠিত হবে।

অন্যদিকে হরতাল থাকায় আগের দিন রাত থেকেই ক্যাম্পাসে এসে ভীড় করতে শুরু করেছে ‘খ’ ইউনিট ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা গেছে, অন্যান্য দিনের মতো ক্যাম্পাসে শিক্ষার্থীদের সংখ্যা কম লক্ষ্য করা গেলেও ভর্তিচ্ছুদের আনাগোনা বেশ লক্ষ্য করা গেছে। ক্যাম্পাসের ভিতরের রাস্তা দিয়ে বাস, মাইক্রো বাস, কার, অটোরিক্সাও কম চলাচল করতে দেখা গেছে।

এছাড়া নীলক্ষেত, দোয়েল চত্বর, শাহবাগ, চাঁনখারপুল, পলাশীসহ বিভিন্ন সড়কগুলোতেও যানবাহনের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে।

হরতালে ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও জোরদার রয়েছে বলেও জানা গেছে। এছাড়াও ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী বলেন, হরতালে ক্যাম্পাসে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেই বিশৃঙ্খলা করার চেষ্টা করুক তাকে আটক করে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, দুপুরে ক্যাম্পাসে হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ করার কথা রয়েছে ছাত্রলীগের। এছাড়া শাহবাগ মোড়ে বেলা ১১টায় গণজাগরণ মঞ্চ থেকে হরতাল বিরোধী মিছিল বের করা হবে বলেও জানা গেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেয়ার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

হরতালের প্রথমদিনে থমথমে ঢাবি

আপডেট টাইম : ০৬:৫৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কমindex_51910: আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথমদিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

হরতালে ক্যাম্পাসে অন্যান্য দিনের থেকে যানবহন কম চলাচল করছে। এছাড়া হরতালে ঢাবিতে ক্লাস না হলেও কয়েকটি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী জানান, হরতাল হলেও কয়েকটি বিভাগের পরীক্ষা যথা সময়ে অনুষ্ঠিত হবে।

অন্যদিকে হরতাল থাকায় আগের দিন রাত থেকেই ক্যাম্পাসে এসে ভীড় করতে শুরু করেছে ‘খ’ ইউনিট ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা গেছে, অন্যান্য দিনের মতো ক্যাম্পাসে শিক্ষার্থীদের সংখ্যা কম লক্ষ্য করা গেলেও ভর্তিচ্ছুদের আনাগোনা বেশ লক্ষ্য করা গেছে। ক্যাম্পাসের ভিতরের রাস্তা দিয়ে বাস, মাইক্রো বাস, কার, অটোরিক্সাও কম চলাচল করতে দেখা গেছে।

এছাড়া নীলক্ষেত, দোয়েল চত্বর, শাহবাগ, চাঁনখারপুল, পলাশীসহ বিভিন্ন সড়কগুলোতেও যানবাহনের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে।

হরতালে ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও জোরদার রয়েছে বলেও জানা গেছে। এছাড়াও ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী বলেন, হরতালে ক্যাম্পাসে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেই বিশৃঙ্খলা করার চেষ্টা করুক তাকে আটক করে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, দুপুরে ক্যাম্পাসে হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ করার কথা রয়েছে ছাত্রলীগের। এছাড়া শাহবাগ মোড়ে বেলা ১১টায় গণজাগরণ মঞ্চ থেকে হরতাল বিরোধী মিছিল বের করা হবে বলেও জানা গেছে।