লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়নে গত চার দিন ধরে বিরল প্রজাতির একটি মেছো বাঘ আটক করে রেখেছে স্থানীয়রা। ওই এলাকার একটি বাগানে গাছ কাটতে গিয়ে বাঘটিকে দেখে আটক করেন মনির হোসেন নামের এক ব্যক্তি।
বিষয়টি জানাজানির পর বিরল এ প্রাণীটিকে এক নজর দেখতে উৎসুক জনতা ভিড় জমান তার বাড়িতে। শুক্রবার দুপুরে সাংবাদিকদের ডেকে বাঘটিকে সংরক্ষণ করার দাবি জানান স্থানীয়রা।
স্থানীয়রা জানান, গত সোমবার দুপুরে স্থানীয় ইউনিয়নরে ১নং ওয়ার্ডের আনায়ারুল হক ডাক্তার বাড়ির বাগানে গাছ কাটতে যায় মনির হোসেন। বাঘটিকে দেখতে পেয়ে কৌশলে আটক করে খাঁচায় বন্দী করেন তিনি।
মেছো বাঘটির উচ্চতা প্রায় দেড় ফুট, লম্বায় চার ফুট। সারা গায়ে কালো-হলুদ ডোরাকাটা দাগ রয়েছে। মুখমন্ডল অনেকটা বিড়ালের মতো, গায়ের রং ধূসর। তবে এ প্রাণিটি কোন প্রজাতির তা জানা যায়নি।
লক্ষ্মীপুর সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মোস্তফা আশরাফ বলেন, এ ধরনের প্রাণী সাধারণত লোকালয়ে আসে না। বাঘটি খাবারের খোঁজে কিংবা দলচ্যুত হয়ে কিংবা আঘাতপ্রাপ্ত হয়ে লোকালয়ে ঢুকতে পারে। তবে জানার পরও প্রাণীটি সংরক্ষণের ব্যাপারে এখনো কোনো উদ্যোগ নেয়নি উপজেলা প্রাণীসম্পদ কর্তৃপক্ষ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান