বাংলাদেশ চলচ্চিত্রের প্রবীণ অভিনেতা এ. কে. কোরেশী আর নেই(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার লস অ্যাঞ্জেলসে তিনি মৃত্যুবরণ করেন বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ফয়সল কোরাইয়েশী, ফরহাদ কোরাইয়েশী ও এক মেয়ে কান্তা কোরাইয়শীসহ নাতি নাতনি এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার পরিবার পরিজন কোরেয়েশীর বিদেহী আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
শক্তিমান এই অভিনেতা ১৯৩৭ সনের ৮ই এপ্রিল জন্মগ্রহণ করেন।
একে কোরেয়েশীর পূর্ণ নাম আজিজুল কাদের কোরেশী। তিনি এফডিসির প্রতিষ্ঠাকালে শব্দগ্রাহক ছিলেন। দীর্ঘদিন এফডিসিতে কর্মজীবন অতিবাহিত করেছেন। পরে বিটিভির উচ্চপদেও দায়িত্ব পালন করেন। ছয় দশক ধরে এফডিসির স্মৃতি বয়েছেন এই প্রবীণ শব্দগ্রাহক ও অভিনেতা। অভিনয় করেছেন অনেক ছবিতে। বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে সন্তানদের সঙ্গে বসবাস করে আসছিলেন একে কোরেশী। বিশ্বখ্যাত টিভি সিরিজ ‘এক্স-ফাইলস’র একাধিক পর্বে অভিনয়ও করেছিলেন তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান